SERIE A

চতুর্থ ' সিরি এ ' খেতাব জয় নাপোলির

খেলা

সিরি এ অফিসিয়াল ফেসবুক পেজ

শুক্রবার রাতে ধুন্ধুমার ইতালিয়ান লিগের খেতাব নির্ণায়ক ম্যাচে নেমেছিল ইন্টার মিলান ও নাপোলি। ইন্টারের প্রতিপক্ষ ছিল কোমো এবং নাপোলির প্রতিপক্ষ ছিল কাগলিয়ারি। ম্যাচের আগে ৩৭ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে শীর্ষে ছিল নাপোলি এবং সমসংখ্যক ম্যাচে ৭৭পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ছিল ইন্টার মিলান। শেষ ম্যাচে নাপোলি হারলে এবং ইন্টার জিতলেই চ্যাম্পিয়ন হত ইন্টার।  কয়েকদিন পরেই ইন্টর নামবে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে। তাই দ্বিমুকুট জয়ের আশায় বুক বাঁধছিল ' বিস্কিয়নে 'রা। তবে মারাদোনা স্টেডিয়ামে ২-০ গোলে জিতে চ্যাম্পিয়নের শিরোপা পেল নাপোলি। এন্টোনিও কন্টে জিতলেন তার দ্বিতীয় ইতালিয়ান শিরোপা। ২০২০-২১ মরশুমে ইন্টার মিলানকে শিরোপা জিতিয়েছিলেন তিনি। ম্যানচেষ্টার ইউনাইটেডের ব্রাত্য স্কট ম্যাকটোমিনায় ও লুকাকুর গোলেই জয় এল।ইংল্যান্ড থেকে ব্রাত্য হয়ে এই মরশুমে ইতালিতে নিজের ছাপ রাখতে সক্ষম হলেন ম্যাকটোমিনায়। তবে মাত্র ১পয়েন্টের ব্যবধানে চ্যাম্পিয়নশিপ হাতছাড়া হলেও ইন্টারের এখন মূল লক্ষ্য চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি। 

Comments :0

Login to leave a comment