Nausad Jail custory

ফের জেল হেপাজত নৌশাদের

রাজ্য

২৮ ফেব্রুয়ারি পর্যন্ত আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকি’র জেল হেপাজতের নির্দেশ দিল নগরদায়রা আদালত। শনিবার নিউ মার্কেট থানার মামলায় আদালতে তোলা হয় নৌশাদকে। সূত্রের খবর পুলিশের পক্ষ থেকে বিধায়কের পুলিশ হেপাজত চাইলে আদালত তা খারিজ করে দেয়।

তিনদিন পুলিশি হেপাজতের পর এদিন আদালতে তোলার সময় উপস্থিত সংবাদমাধ্যমের কর্মীদের উদেশ্যে তিনি বলেন, ‘জেল, জরিমানা করে তাকে কোন ভাবে আটকে রাখা যাবে না।’ 

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন