মেহনতি জনতার লড়াইয়ের একটা বড় অঙ্গ হলো ইতিহাসকে রক্ষা করার লড়াই। ইতিহাস মুছে দেওয়ার প্রয়াস বিশ্বজুড়ে চালাচ্ছে উগ্র দক্ষিণপন্থা। আমাদের দেশে তা করছে আরএসএস-বিজেপি।
‘মার্কসবাদী পথ’ পত্রিকা আয়োজিত কাজী নজরুল ইসলাম স্মারক বক্তৃতা অনুষ্ঠানে সভাপতির ভাষণে একথা বলেছেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।
রবিবার 'নজরুল, কাকাবাবু এবং বামপন্থী রাজনীতির গোড়াপত্তন (১০২১-১৯২৩)’ বিষয়ে মূল আলোচনা করেন সুচেতনা চ্যাটার্জি। পত্রিকার সম্পাদক হিসেবে সভাপতিত্ব করেন মহম্মদ সেলিম। পশ্চিম বর্ধমানের জামুড়িয়ায় নজরুল শতবার্ষিকী ভবনে হয় এই আলোচনা সভা। সেলিম বলেন, এই কারণেই ‘মার্কসবাদী পথ’-র মতো পত্রিকা প্রয়াস চালাচ্ছে ইতিহাসকে স্মরণ করিয়ে দিতে।
সেলিম এই প্রসঙ্গে রাজ্যের তৃণমূল সরকারেরও সমালোচনা করেন।
সেলিম বলেন, এখন রাজ্যজুড়ে নানা মেলা খেলা হচ্ছে, কিন্তু নজরুল শিক্ষা শিকেয় তোলা হয়েছে। নজরুলের পৈতৃক বাড়ি, মিউজিয়াম তালাবন্ধ হয়ে পড়ে আছে। অবিলম্বে সংস্কার করে মিউজিয়াম চালু করতে হবে। স্মৃতির চর্চার বদলে তালা বন্ধ করে দেওয়া হচ্ছে।
সেলিম বলেন, দক্ষিণপন্থা আমাদের ইতিহাস ঐতিহ্যকে মুছে দিতে চায়। ইরাকে আমেরিকা সেই কাজ করেছে, প্যালেস্তাইনকে এখন মুছে দিতে চাইছে ইজরায়েল-আমেরিকা। যাদের নিজেদের ঐতিহাসিক ভূমিকা থাকে না, তারা অন্যদেরটাও মুছে দিতে চায়। সেই জন্যই স্বাধীনতা আন্দোলনের ইতিহাসকে বিকৃত করে হোয়াটসঅ্যাপে প্রচার করছে আরএসএস। সাভারকারকে বিপ্লবী সাজাতে গান্ধীবাদ, মার্কসবাদ সবই ধ্বংস করতে হবে তাদের। স্কুল কলেজের সিলেবাস বিকৃত করা হচ্ছে, কারণ তারা ক্ষমতাসীন। সত্যকে মুছে তার ওপরে মিথ্যার প্রচার করছে হিন্দুত্ববাদীরা।
সেলিম বলেন, নজরুলের জন্মস্থান চুরুলিয়া থেকেই নতুন করে নজরুল চর্চা শুরু করতে চাই। শতবর্ষ আগে ফিরে গিয়ে আমরা শিক্ষা নিতে চাই, নবযুগ, লাঙলকে হাতিয়ার করে সাহিত্যবাসরে শ্রমজীবীদের নিয়ে এসেছিলেন নজরুল। রাজনৈতিক সাহিত্যের বুনিয়াদ গড়েছিল। আজকে সেই বুনিয়াদে নতুন করে সেচ দিতে হবে, কারণ এই বুনিয়াদই আজকে আক্রান্ত। বৌদ্ধিক জগৎ আক্রান্ত।
তিনি বলেন, এই বর্ধমানে একটা অ্যাকাডেমি মিউজিয়ামকে বন্ধ করা আসলে একটা সাংস্কৃতিক সাহিত্যিক রাজনৈতিক প্রবাহমান ধারাকে বন্ধ করার চেষ্টা। সেটা ভেঙে লড়াই সংগ্রাম আরো বেশি শক্তি নিয়ে ফিরে আসবে।
সেলিম বলেন, আমরা নজরুলের শিক্ষায় মানুষকে একত্রিত করার কথা বলছি, সমতার কথা বলছি। আর ওরা জাত ধর্মের নামে বিভাজনের রাজনীতি। বিহারের পর পশ্চিমবঙ্গেও এসআইআর’এর হুমকি দিচ্ছে। আসামে এভাবে ভোটার লিস্টে ডি ভোটার করেছিল। আমরা ইনক্লুসিভ, সমাবেশী। দক্ষিণপন্থীরা এক্সক্লুসিভ, তারা বেছে বেছে সুবিধা দিতে অন্যদের বৃত্তের বাইরে বের করে দিতে চায়। বিদ্বেষ ছড়িয়ে বিভাজন করা হয় এর জন্যই।
সেলিম বলেন, পঞ্চায়েত পৌরসভা সমবায় ইউনিয়নের অধিকার কেড়ে নিয়েছে রাজ্যে। এখানে যে থ্রেট কালচার চালু হয়েছে, সেটাই নির্বাচন কমিশনকে দিয়ে গোটা দেশে বৃহদাকারে করতে চাইছেন মোদী শাহ।
মিথ্যা মামলা আক্রমণের কারণ দেখিয়ে হতাশা চলবে না। ব্রিটিশ আক্রমণ সত্ত্বেও কাকাবাবুদের থামানো যায়নি। আমাদেরও থামানো যাবে না।
Md Salim in Jamuria
নজরুল স্মারক বক্তৃতা জামুড়িয়ায়, ইতিহাস রক্ষার লড়াইয়ের আহ্বান সেলিমের

×
Comments :0