on this day 1969

পোর্ট অফ স্পেনের ' প্রিন্স ' ব্রায়ান লারা জন্মেছিলেন আজকের দিনে

খেলা

on this day 1969

আজ ২মে । ১৯৬৯সালের আজকের দিনেই জন্মেছিলেন ওয়েস্ট ইন্ডিজের তারকা কিংবদন্তি ব্যাটার ব্রায়ান লারা। ক্রিকেট মহলে যিনি ' প্রিন্স অফ পোর্ট অফ স্পেন ' নামে পরিচিত। ১৯৮৭ সাল থেকে নিজের ক্রিকেট ক্যারিয়ারের শুরু থেকেই চমকে দিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজকে। ওয়েস্ট ইন্ডিজ ইয়ুথ চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় ৪৯৮রান করেছিলেন। ভেঙেছিলেন এর আগের বছর ১৯৮৬তে কার্ল হুপারের রেকর্ড। ১৯৯০ সালে মাত্র ২০বছর বয়সেই ত্রিনিদাদ ও টোব্যাগোর সর্বকনিষ্ঠ প্লেয়ার হিসেবে অধিনায়কত্ব করেন। সেই বছরই পাকিস্তানের বিরুদ্ধে জাতীয় দলের জার্সি গায়ে টেস্টে অভিষেক ঘটেছিল তার। নিজের পঞ্চম টেস্টে ১৯৯৩সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনিতে করেছিলেন নিজের প্রথম শতরান। ২৭৭রানের সেই ইনিংসের জেরেই সেবার ২-১ ব্যবধানে সিরিজ জয় করেছিল ক্যারিবিয়ানরা। ১৯৯৪সালে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে ওয়ারউইকশেয়ারের হয়ে লারা সর্বোচ্চ ৫০১রানে নট আউট থেকে রেকর্ড গড়েন দুরহামের বিরুদ্ধে। ২০০৪সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ৪০০ রানে নট আউট থেকে রেকর্ড গড়েন। ১৯৯০ থেকে ২০০৭ পর্যন্ত এই ১৭বছরের বর্ণময় ক্ৰিকেট ক্যারিয়ারে টেস্টে মোট ১১৯৫৩ এবং একদিনের ক্রিকেটে মোট ১০৪০৫রান করে। ২০১২তে পেয়েছেন আইসিসি ' হল অফ ফেম ' এর শিরোপা। ২০১৭ তে ত্রিনিদাদ টোব্যাগোয় তারই নামে নামাঙ্কিত স্টেডিয়ামের উদ্বোধন হয়। ২০০৭সালের বিশ্বকাপের পরই ক্রিকেট থেকে অবসর নেন লারা।  

Comments :0

Login to leave a comment