মলয়কান্তি মণ্ডল : রানিগঞ্জ -
আদালতের নির্দেশ সত্ত্বেও রাজ্যে একশো দিনের কাজ চালু হয়নি। রানিগঞ্জের বল্লভপুর পেপার মিল বন্ধ। গরিব মানুষের হাতে কাজ নেই। একশো দিনের কাজ চালু করা, বন্ধ পেপার মিল খোলা এবং শ্রমিকদের বকেয়া বেতন প্রদান করা, আবাস যোজনায় গৃহহীন গরিব মানুষের বাড়ি নির্মাণ ও বল্লভপুর, এগারা পঞ্চায়েত এলাকায় পানীয় জলের সংকটের সমাধানের দাবি নিয়ে সোমবার বিক্ষোভ দেখায় সিপিআই(এম) রানিগঞ্জ এরিয়া কমিটি।
বল্লভপুর বাঁশতলা মোড়ে নেতাজি মূর্তির সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন সুপ্রিয় রায়, হেমন্ত প্রভাকর , গৌরব ধল্ল, সুকান্ত চ্যাটার্জী , করুণা বাউরী, মহিলানেত্রী সাধনা পাশওয়ান। সভা পরিচালনা করেন কমলাকান্ত পাল । নেতৃত্বরা রাজ্যের তৃণমূল ও কেন্দ্রের বিজেপি সরকারের সমালোচনা করে বলেন, দুটো সরকারই গরিব মেহনতী মানুষের বিরুদ্ধে পরিচালিত হচ্ছে। একশো দিনের কাজের টাকা লুট করেছে তৃণমূল বিজেপি একশো দিনের কাজ বন্ধ করতে প্রতিবছর বাজেটে বরাদ্দ কমাচ্ছে। বল্লভপুর পেপার মিলে সাসপেন্সন অব ওয়াক নোটিশ টাঙিয়ে বন্ধ করে দিয়েছে। কারখানা খোলার বিষয়ে তৃণমূল ও বিজেপি একটিও কথা বলছে না। লালঝাণ্ডা কারখানা খোলার দাবি নিয়ে লড়াই করছে। সিপিআই(এম) নেতৃত্বরা বলেন, গরিব ও মেহনতি মানুষের ঐক্য গড়ে তৃণমূল ও বিজেপি'র সেটিং রাজনীতির বিরুদ্ধে লড়াই জোরদার করেই হকের দাবি আদায় করতে হবে।
মন্তব্যসমূহ :0