Rajiv Gandhi

শ্রীলঙ্কায় ফিরলেন রাজীব গান্ধী হত্যা ঘটনার তিন অভিযুক্ত

জাতীয়

প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী হত্যা মামলায় অভিযুক্ত তিনজন বুধবার কলম্বোর উদ্দেশ্যে রওনা দিলেন। গত নভেম্বর মাসে জেলের ভিতর ভালো আচরনের কারণে রাজীব গান্ধী খুনে তিনজন অভিযুক্ত মুরুগান, রবার্ট পায়াস এবং জয়কুমারকে জামিন দেয় সুপ্রিম কোর্টের। উল্লেখ্য তামিলনাড়ু সরকারের পক্ষ থেকে তাদের জামিনের জন্য আবেদন করা হয়েছিল শীর্ষ আদালতের কাছে। 
জেল থেকে বাইরে আসার পর ত্রিচুরপল্লীতে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে। এদিন পুলিশি নিরাপত্তায় তিন অভিযুক্তকে বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে শ্রীলঙ্কার উদ্দশ্যে রওনা হয় তারা।
তিন দশক আগে, কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর হস্তক্ষেপ করে মুরুগানের স্ত্রী নলিনীর জীবন রক্ষা করেছিল। রাজীব গান্ধী হত্যা মামলায় নলিনী সহ অন্যদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। সাজা ঘোষনার সময় তিনি গর্ভবতী ছিলেন বলে জানা যায়। বর্তমানে তার মেয়ে ইংল্যান্ডের একটি হাসপাতালে ডাক্তার।
    
দুই বছর আগে মুক্তি পাওয়া ছয়জনের মধ্যে অন্যতম অভিযুক্ত সানথান চেন্নাইয়ের একটি হাসপাতালে মারা যান। তিনি লিভারের সমস্যায় ভুগ ছিলেন, তিনিও শ্রীলঙ্কার নাগরিক ছিলেন।

Comments :0

Login to leave a comment