Salim

সন্দেশখালির আন্দোলন চলবে : সেলিম

রাজ্য

‘‘সন্দেশখালির এই আন্দোলন চলবে। গোটা রাজ্যে এই বার্তা ছড়িয়ে পড়েছে যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। আর বামপন্থীরা সেই প্রতিবাদ সংগঠিত করার কাজ চালিয়ে যাবে।’’ সন্দেশখালিতে দাঁড়িয়ে একথা বললেন মহম্মদ সেলিম।

সেলিম আগেই জানিয়ে ছিলেন যে ২৯ ফেব্রুয়ারি নিরাপদ সর্দারকে নিয়ে তিনি সন্দেশখালি যাবেন।

বৃহস্পতিবার সকালে গ্রেপ্তার হয়েছেন শাহজাহান। সেই গ্রেপ্তারি প্রসঙ্গে বলেন, ‘‘এটা দেখানো। সরকারি ব্যবস্থাপনায় সে ছিল। নিরাপদকে ধাক্কা দিয়ে নিয়ে গিয়েছে। আর যার বিরুদ্ধে মানুষের ক্ষোভ তাকে বঙ্গরত্ন সম্মান দেওয়ার মতো করে পুলিশ নিয়ে যাচ্ছে।’’

এদিন সেলিম বলেন, ‘‘সন্দেশখালিতে অতীতে যেমন কোন শাহজাহান ছিল না, ভবিষ্যতেও থাকবে না। সন্দেশখালিতে তৃণমূল বিজেপি যৌথ ভাবে পঞ্চায়েত চালিয়েছে বহু সিপিআই(এম) কর্মীকে খুন করেছে। আর এখন দেখাচ্ছে যে তৃণমূলের অপশাসনকে দুর করবে বিজেপি।’’

শাহজাহানের গ্রেপ্তারির পর নতুন করে সন্দেশখালিতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। সেলিম বলেন, ‘‘তৃণমূলের নেতাদের ঘর বাড়ি রক্ষা করার জন্য এই ১৪৪ ধারা। মানুষের আন্দোলনকে থামানোর জন্য এই পদক্ষেপ।’’

Comments :0

Login to leave a comment