সত্যি হল যাবতীয় আশঙ্কা। ইডেনের মাটিতে বাংলাকে হারিয়ে রনজি ট্রফি জিতল সৌরাষ্ট্র।
বাংলা প্রথম ইনিংসে ১৭৪ রান করে। সেই রানের জবাবে ৪০৪ রানের ইনিংস খেলে সৌরাষ্ট্র। জয়দেব উনাদকাটরা বাংলার থেকে এগিয়ে ছিল ২৩০ রানে। সেই রান তাড়া করতে নেমে বাংলার ইনিংস শেষ হয় ২৪১ রানে। দ্বিতীয় ইনিংস এবং রনজি জয়ের জন্য সৌরাষ্ট্রের প্রয়োজন ছিল মাত্র ১২ রান। ১ উইকেট হারিয়ে সেই রান সংগ্রহ করে সৌরাষ্ট্র।
ছবি রবীন গোলদার
মন্তব্যসমূহ :0