রবিবারের এসএসসি পরীক্ষা ঘিরে বেনিয়মের অভিযোগ পশ্চিম মেদিনীপুরে। এসএসসি চেয়ারম্যানকে অভিযোগ জানালো এসএফআই পশ্চিম মেদিনীপুর জেলা কমিটি। এসএফআই’র অভিযোগ, কেশপুর সুকুমার সেনগুপ্ত মহাবিদ্যালয়ে এসএসসির পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড যাচাই ও পরীক্ষার কাজ করছে বেআইনি ভাবে দখল করা কলেজ ইউনিয়নের সঙ্গে যুক্ত তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি, সাধারণ সম্পাদক এবং সহ সভাপতি। তাঁদের তিনজনের নাম উল্লেখ করে এসএসসি চেয়ারম্যানকে চিঠি পাঠিয়েছে এসএফআই।
এসএফআই দাবি করেছে যে অবিলম্বে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করা হোক। নিরাপত্তার দায়িত্বে থাকা প্রশাসনিক কর্তৃপক্ষের গাফিলতি খতিয়ে দেখা হোক। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হোক।
ssc exam
কেশপুরে এসএসসি’র পরীক্ষাকেন্দ্রে অনিয়মের অভিযোগে চিঠি এসএফআই’র

×
মন্তব্যসমূহ :0