সংখ্যাগরিষ্ঠতা পেয়েও নির্বাচন নিয়ে অস্বস্তি এবং গোষ্ঠী কোন্দলে ঘাসফুল শিবির। দলীয় নির্বাচিত প্রধান শুভদীপ সাহা বিস্ফোরক অভিযোগ তুললেন দলের একাংশের বিরুদ্ধে, নিজেদের দলের প্রার্থীদের অপহরণ করে হুমকি দিয়ে তার জায়গায় চিন্ময় দাসকে প্রধান নির্বাচন করা হয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে যদি দল কোন ব্যবস্থা না নেয় তাহলে সমস্ত দলীয় এবং নির্বাচিত পদ থেকে পদত্যাগ করার হুঁশিয়ারি। ঘটনাটি নদীয়ার হরিণঘাটা ব্লকের কাষ্ঠডাঙ্গা ২ নম্বর অঞ্চলের । যদিও নির্বাচিত প্রধান চিন্ময় দাসের উপরে ও সমস্ত অভিযোগ ওঠা অস্বীকার করেছেন তিনি নির্বাচিত দলীয় জনপ্রতিনিধিরা তাকেই ভোট দিয়ে প্রধান পদে জিতিয়েছেন।
TMC BOARD FORMATION
নদীয়ায় বোর্ড গঠন নিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব শাসক শিবিরে
×
Comments :0