RAHUL GANDHI

রাম মন্দির উদ্বোধন একটি রাজনৈতিক কর্মসূচিতে পরিণত হয়েছে : রাহুল

জাতীয়

আমন্ত্রণ পেয়েও কোন কংগ্রেস ২২ জানুয়ারি রাম মন্দির উদ্বোধন অনুষ্ঠানে থাকছে না সেই নিয়ে মুখ খুললেন রাহুল গান্ধী। মঙ্গলবার ‘ভারত জোড় ন্যায় যাত্রা’ চলাকালিন প্রাক্তন কংগ্রেস সভাপতি জানিয়েছেন রাম মন্দির উদ্বোধন একটি রাজনৈতিক কমর্সূচির রূপ নেওয়ায় কংগ্রেসের পক্ষে সেখানে যাওয়া কোন ভাবেই সম্ভব নয়।

কেরালার কংগ্রেস সাংসদ বলেন, ‘‘মন্দির উদ্বোধন প্রধানমন্ত্রীকে কেন্দ্র করে একটি রাজনৈতিক অনুষ্ঠানের চেহারা নিয়েছে। বিজেপি এবং আরএসএস এটাকে নির্বাচনে হাতিয়ার করতে চাইছে। তাই এই ধরনের অনুষ্ঠানে কংগ্রেস থাকবে না।’’ রাহুলের আগে এই বিষয় দলের পক্ষ থেকে যেই বিবৃতি দেওবা হয়েছিল উপস্থিত না থাকার বিষয়কে কেন্দ্র করে সেখানেও এই একই কথা বলা হয়েছে। 

এদিন রাহুল দাবি করেছেন আসন ভাগাভাগি নিয়ে ইন্ডিয়া মঞ্চের রাজনৈতিক দল গুলোর সঙ্গে প্রতিনিয়ত আলোচনা চালাচ্ছে কংগ্রেস। এর জন্য দলের পক্ষ থেকে একটি আলাদা কমিটিও গঠন করা হয়েছে। 

মঙ্গলবার নাগাল্যান্ডে প্রবেশ করেছে রাহুলের যাত্রা। লোকসভা নির্বাচনের আগে মণিপুর থেকে শুরু হওয়া এই যাত্রা। শেষ হবে মহারাষ্ট্রে। ১৫টি রাজ্যের ১০০টি লোকসভা আসন ছুঁইয়ে যাবে এই যাত্রা।  

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন