Maynaguri

নাবালিকা শ্লীলতাহানির অভিযোগে ময়নাগুড়িতে ধৃত ১

জেলা

​পুজো দেখতে বেরিয়ে শ্লীলতাহানির শিকার হলো এক নাবালিকা। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি থানা এলাকার টেকাটুলি অড্ডার মোড় সংলগ্ন এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত নয়ন সরকারকে গ্রেপ্তার করেছে ময়নাগুড়ি থানার পুলিশ।
​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে নির্যাতিতা নাবালিকা তার এক বান্ধবীকে সঙ্গে নিয়ে পুজো দেখতে বেরিয়েছিল। অভিযোগ, টেকাটুলি থেকে অন্যত্র যাওয়ার পথে ফাঁকা জায়গায় অভিযুক্ত নয়ন সরকার তাদের উপর চড়াও হয় এবং দুই নাবালিকাকে শ্লীলতাহানি করে।
​ভয় পেয়ে দুই নাবালিকা চিৎকার শুরু করলে আশপাশের মানুষজন ছুটে আসেন। পরিস্থিতি বেগতিক বুঝে অভিযুক্ত নয়ন সরকার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
​বৃহস্পতিবার নির্যাতিতার বাবা ময়নাগুড়ি থানায় অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরই পুলিশ দ্রুত অভিযুক্ত নয়ন সরকারকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।
​ধৃতকে এদিনই জলপাইগুড়ি জেলা ও দায়রা আদালতে পেশ করা হলে বিচারক তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
ঘটনায় এলাকার বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, উৎসবের আনন্দের মধ্যে এমন ঘটনা অত্যন্ত উদ্বেগের।

Comments :0

Login to leave a comment