রাস্তার পাশে নয়নজুলিতে দুই বন্ধুর দেহ উদ্ধার হয়েছে। সেই সঙ্গে একাটি মোটর সাইকেল উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের উদয় গ্রামে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বাইক দুর্ঘটনা নাকি হত্যা ধন্দে প্রশাসন।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে নিহতদের নাম যীশু মার্ডি(৩৬)ও নৃপেন বর্মন(৩৭)। দুই জনের বাড়ি ওই এলাকাতেই। দুই যুবকের মুখে গুরুতর আঘাতের চিহ্ন মিলেছে। দেহের পাসে একটি মটর সাইকেল পড়েছিল। এদিন সকালে গঙ্গারামপুর থানার পুলিশ দুই যুবকের মৃতদেহ উদ্ধার করে বালুরঘাটে ময়নাতদন্তের জন্য পাঠায়। পরিবার সূত্রে জানা গিয়েছে গঙ্গারামপুরের নইলাকুড়ি এলাকায় দুই বন্ধুর মাছ চাষের পুকুর আছে। তাঁরা প্রতিদিন সেখানে যায়। সেদিন রাতে দুই যুবক বাড়ি না ফেরায় তাদের মোবাইলে ফোন করেও পাওয়া যায়নি। মোবাইলের সুইচ বন্ধ থাকায় যোগাযোগ করা ভোরে গ্রামের মানুষ ওই দুই যুবককে মৃত অবস্থায় নয়নজুলিতে পরে থাকতে দেখে তড়িঘড়ি খবর দেয় গঙ্গারামপুর থানার পুলিশকে। রাতে বাড়ি ফেরার সময় পথ দুর্ঘটনা ঘটেছে নাকি তাদের মেরে নয়ঞ্জুলিতে কেউ বা কারা ফেলে রেখে গেছে তদন্ত নেমেছ পুলিশ।
মৃত দুই যুবকের পরিবার সাংবাদিকদের কাছে দাবি করেন, দুর্ঘটনায় মৃত্যু তাঁরা মানছে না। কারণ যে জায়গায় দুই যুবক পড়েছিল সেখানকার মাটি নরম। ওখানে পড়েগেলে মৃত্যু হওয়া সম্ভব নয়। ওই দুই যুবককে হত্যা করে নয়নজুলিতে ফেলে রাখা হয়েছে বলেই তাদের অভিযোগ। মৃত দুই পরিবারই থানায় তদন্তের আবেদন জানাবেন।
Body Recovered
নয়নজুলিতে উদ্ধার দুই যুবকের দেহ, খুনের অভিযোগ পরিবারের

×
Comments :0