CHESS ARJUN

দাবায় অর্জুনের অনন্য রেকর্ড

খেলা

ভারতের দাবাড়ু অর্জুন এরিগাইসি অনন্য রেকর্ড গড়লেন। কিংবদন্তি দাবাড়ু বিশ্বনাথন আনন্দের পর কোনো দাবাড়ু ২৮০০ রেটিং মার্ক পার করলেন । আলকাওউড দলের হয়ে চেস ক্লাব কাপে রাশিয়ার দিমিত্রি আন্দ্রেইকিনকে হারিয়ে পঞ্চম রাউন্ডে হারালেন অর্জুন। আন্দ্রে বর্তমানে বিশ্ব চেস রঙ্কিংয়ে তৃতীয় স্থানে রয়েছেন। অর্জুন ষোড়শতম দাবাড়ু হিসেবে এই কৃতিত্ব অর্জন করলেন। কিছু মাস আগেই অর্জুন বুদাপেস্টের চেস অলিম্পিয়াডে সোনা পেয়েছেন।

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন