Bangladesh election

রাজনৈতিক মঞ্চ গড়ে ভোটে নামছেন বাংলাদেশের বামপন্থীরা

আন্তর্জাতিক

মীর আফরোজ জামান: ঢাকা ১৫ নভেম্বর

জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপকতর রাজনৈতিক মঞ্চ গড়তে নামছে বাংলাদেশের বামপন্থী দলগুলি। বাম গণতান্ত্রিক জোট ও বাংলাদেশ জাসদ-সহ প্রগতিশীল, বাম, গণতান্ত্রিক দল, সংগঠন, পেশাজীবী ও নাগরিক সমাজকে নিয়ে এই রাজনৈতিক মঞ্চ গড়ার উদ্যোগ নেওয়া হয়েছে।  
আগামী ২৯ নভেম্বর সকাল ১০টায় বিকল্প রাজনৈতিক শক্তির বিস্তারিত কর্মসূচি চূড়ান্ত করতে রাজধানী ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় কনভেনশন করবে বামদলগুলো।
বামপন্থীদের বৃহত্তর এই মঞ্চ বিকল্প রাজনীতিকে তুলে ধরে ’জনতার সনদ’ নিয়ে লড়াইয়ে নামবে। ‘একসঙ্গে আন্দোলন ও নির্বাচন’-র লক্ষ্য নিয়ে গণতন্ত্র ও জনজীবনের সংকট মোকাবিলার নানামুখী কর্মসূচি ঘোষণার পরিকল্পনাও রয়েছে বামপন্থীদের। সেই সঙ্গে আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে ৩০০ আসনে ভোটের লড়াইয়ে নামার প্রস্তুতিও চলছে। জোটের সম্ভাব্য শরিক দলগুলি এরই মধ্যে নিজ নিজ দলের প্রার্থী বাছাই প্রক্রিয়া শুরু করেছে।
শনিবার রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কার্যালয়ের মৈত্রী মিলনায়তনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানানো হয়। সেখানে লিখিত বক্তব্য পাঠ করেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ। মুক্তিযুদ্ধের চেতনা ও ২০২৪ সালের গণ–অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে এই কনভেনশন করা হবে। বিভিন্ন প্রশ্নের জবাব দেন সিপিবি’র সভাপতিমণ্ডলীর সদস্য মুজাহিদুল ইসলাম সেলিম ও বাংলাদেশ জাসদ’র সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান।
লিখিত বক্তব্যে বজলুর রশীদ ফিরোজ বলেন, সব দেশপ্রেমিক, গণতান্ত্রিক, প্রগতিশীল, বাম রাজনৈতিক দল ও ব্যক্তিবর্গ, বিভিন্ন জাতিসত্তা, নারী সংগঠন, শ্রম-কর্ম-পেশাভিত্তিক সংগঠন, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ সবার মিলিত শক্তিতে আমরা জনগণের বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তোলার উদ্যোগ নিয়েছি। 
দেশের অন্য রাজনৈতিক দলগুলির সমালোচনা করে ফিরোজ বলেন যে দীর্ঘ পাঁচ দশকের বেশি সময় ধরে দেশে বিভিন্ন রাজনৈতিক শক্তি এবং সামরিক সরকারের অপশাসন ও দুঃশাসন চলেছে। দেশ নির্যাতিত, রুগ্ন, গভীর সংকট ও ধ্বংসের মুখোমুখি। মানুষ মুক্তি চায়।
এদিন, আট দফা প্রস্তাবনায় মুক্তিযুদ্ধের আদর্শ ও মূল্যবোধ রক্ষা, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির ষড়যন্ত্র প্রতিরোধ, জুলাই গণ–অভ্যুত্থানকে ব্যর্থ হতে না দেওয়ার পাশাপাশি দুর্নীতি রোধের কথা বলা হয়েছে। শেখ হাসিনার শাসনে অপরাধের বিচারের পাশাপাশি নয়া ফ্যাসিবাদ ও উগ্র ধর্মীয় সাম্প্রদায়িক শক্তিকে প্রতিরোধের ডাকও দেওয়া হয়েছে। স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে শাসনভার দেওয়ার দাবিও রয়েছে। 
সাংবাদিক সম্মেলনে ছিলেন সিপিবি’র সভাপতি সাজ্জাদ জাহির চন্দন, সাধারণ সম্পাদক আবদুল্লা কাফি রতন প্রমুখ।

Comments :0

Login to leave a comment