তৃণমূলের চুরির হিসেব দিয়ে শেষ করা যাবে না। কিন্তু চুরির কথা বললে, এমন নয় যে, তৃণমূল লজ্জা পেয়ে চুরি করা বন্ধ করে দেবে। তৃণমূল কত চুরি করে বা বিজেপি কত দাঙ্গা করেছে তার হিসেব দেওয়ার জন্য এই যাত্রা চলছে না। কপাল চাপড়ানোর জন্য সিপিআই(এম) লড়াই করছে না। সর্বনাশের কথা কেবল বলার জন্য লড়াই করছি না। আমরা লড়াই করছি সর্বনাশ থেকে বাংলাকে মুক্ত করে উন্নত বাংলা গড়ার জন্য।
মালদহের হরিশ্চন্দ্রপুরে শহীদ মোড়ে সভা বুধবার একথা বলেছেন সিপিআই(এম) রাজ্য কমিটির সদস্য শতরূপ ঘোষ। এদিন মালদহের বিভিন্ন এলাকায় ঘুরছে ‘বাংলা বাঁচাও যাত্রা’।
শতরূপ বলেন, কেমন বাংলা চাই আমরা? একশো দিনের কাজ চালু হয়েছিল বামপন্থী সাংসদদের দাবিতে। সে সময়ে কেন্দ্রে কংগ্রেস জোট সরকারকে বামপন্থীরা সমর্থন করেছিলাম বিজেপি-কে ঠেকাতে। বামপন্থীদের প্রস্তাব দেওয়া হলেও কেউ মন্ত্রী হননি কেন্দ্রে। বলেছিলেন যে বামপন্থীরা তার বদলে দাবি করেছিলেন একশো দিনের কাজের আইনের জন্য বিল পাশের। সব ছাত্রছাত্রীর বিনামূল্যে পড়ার অধিকার, আদিবাসীদের জমির অধিকারের আইন করার দাবি করেছিলেন। সেই দাবি আদায় করেছিলেন। আর আজ বাংলায় একশো দিনের কাজ বছরের পর বছর বন্ধ।
শতরূপ বলেন যে আদালতে লড়াই করে একশো দিনের কাজ ফের চালুর নির্দেশ মিলেছে। কিন্তু রাজ্যের চার জেলায় কাজ শুরু করার সমস্যার কথা বলা রয়েছে আদালতের রায়েও। তার মধ্যে রয়েছে মালদহ। কারণ কোটি কোটি টাকার চুরি ধরা পড়েছে।
শররূপ বলেন, মালদহের কোন সাধারণ মানুষ একশো দিনের টাকা চুরি করেছে? চুরি করেছে তৃণমূলের নেতানেত্রীরা।
শতরূপ বলেন, বামপন্থীদের পাশে থাকুন যে যে কেন্দ্রে বামপন্থীরা জয়ী হবেন কোনও তৃণমূল নেতার হিম্মত হবে না কাউকে জব কার্ড জমা রাখতে, পাসবই জমা রাখতে বলার। কোনও তৃণমূল কাটমানি নিতে পারবে না।
Shatarup Ghosh Maldah
সর্বনাশ থেকে বাংলাকে মুক্ত করার লড়াই চালাচ্ছে বামপন্থীরা: মালদায় শতরূপ
বাংলা বাঁচাও যাত্রা-য় মালদহের হরিশ্চন্দ্রপুরে শতরূপ ঘোষ। মঞ্চে নেতৃবৃন্দ।
×
Comments :0