BRINDA KARAT MEETS HASAN

প্রাণ বাঁচানো শ্রমিকের থাকার ব্যবস্থা করবে সিপিআই(এম): ঘোষণা বৃন্দা কারাতের

জাতীয়

রাস্তায় তাঁবুতে আশ্রয় নেওয়া ভাকিল হাসানের পরিবারের পাশে বৃন্দা কারাত।

সরকার দায়িত্ব না নিলে ভাকিল হাসানের বাড়ির ব্যবস্থা করবে সিপিআই(এম)। ৪১ শ্রমিকের প্রাণ বাঁচানো হাসানের বাড়িতে গিয়ে এই ঘোষণা করলেন সিপিআই(এম) পলিট ব্যুরো সদস্য বৃন্দা কারাত (দেখুন ভিডিও)।

 
কেন্দ্রীয় সরকারের দিল্লি ডেভেলপমেন্ট অথরিটি ‘বেআইনি’ ঘোষণা করে ভেঙে দিয়েছে হাসানের বাড়ি। গত নভেম্বরে এই হাসান আর তাঁর সঙ্গী সুড়ঙ্গ খননকারীরা সারা দেশের অভিবাদন পেয়েছিলেন। উত্তরাখণ্ডের সিল্কিওয়ারার সুড়ঙ্গে ধস নেমে বন্দি ৪১ শ্রমিকের প্রাণ বাঁচিয়েছিলেন তাঁরাই। 
দিল্লির খাজুরি খাসে শ্রীরাম কলোনিতে হাসানের বাড়িই ভেঙে দেয় কেন্দ্রীয় সংস্থা। দিল্লির উপরাজ্যপাল বাড়ির ঘোষণা করলেও শুক্রবার পর্যন্ত তাঁর কাছে কেউ আসেনি। কারাত বলেছেন, ‘‘কেউ আসেনি, স্থানীয় বিধায়ক পর্যন্ত দেখা করেননি। কেউ না করলে ভাকিল হাসানের থাকার ব্যবস্থা করবে সিপিআই(এম)।’’

Comments :0

Login to leave a comment