East Bengal

লাল হলুদের প্রতিবাদে মশালের গনগনে আঁচ

খেলা

মঙ্গলবার রেনবো এফসিকে ২ - ০ গোলে হারালো ইস্টবেঙ্গল। ম্যাচে গোল করেন সঞ্জীব ঘোষ ( ৭৪ মিনিট )  ও মহম্মদ আশিক ( ৯০+ ৪ মিনিট ) ।

খেলাটি ছিল ইস্টবেঙ্গল মাঠে। খুব বেশি দর্শক হয়নি আজকের ম্যাচটিতে। দাপটের সাথে খেলেই ম্যাচটি জিতলো অপ্রতিরোধ্য ইস্টবেঙ্গল। এই ম্যাচও বাদ গেলনা প্রতিবাদের ক্ষেত্রে। গোলের পর সঞ্জীব ঘোষ জার্সি খুলে গোল সেলিব্রেশনের মাধ্যমে জানান প্রতিবাদ। তার জার্সিতেও লেখা ছিল জাস্টিস ফর আর জি কর । কিন্তু, ঘটনাটি ঘটে দ্বিতীয়ার্ধে। ম্যাচের বয়স তখন প্রায় ৬০ মিনিট। সমর্থকরা গ্যালারীতে জাস্টিস ফর আর জি কর লেখা ব্যানার ক্যামেরার সামনে আসতেই হঠাৎই বন্ধ করে দেওয়া হয় এই ম্যাচের সম্প্রচার। তারপর আর কোন সম্প্রচারই হয়নি। পরে বলা হয় অনিবার্য কারণবশত এটি হয়েছে। কিন্তু আসল কারণ বুঝতে বাকি নেই কারোরই। আরজিকর কান্ডের প্রতিবাদের মুখ বন্ধ করে দেওয়ার জন্যই এই প্রচেষ্টা প্রশাসনের এমনটাই মনে করছে অনেকে।

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন