Cargo Plane Crashes

হংকং-এ বিমান দুর্ঘটনায় মৃত ২

আন্তর্জাতিক

হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় একটি কার্গো বিমান রানওয়ে থেকে ছিটকে সমুদ্রে পড়ে দুইজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার যে ছবি সামিজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেখানে দেখা গেছে বিমানবন্দরের সমুদ্রে বোয়িং ৭৪৭ কার্গো বিমান আংশিক জলে ডুবে রয়েছে। হংকং আন্তর্জাতিক বিমানবন্দর জানিয়েছে, ঘটনার পর বিমানবন্দরের উত্তর রানওয়ে বন্ধ করে দেওয়া হয়েছে, দক্ষিণ ও মধ্য রানওয়েগুলি চালু রয়েছে। কর্তৃপক্ষ আরও জানিয়েছে ঘটনায় বিমান চলাচলে কোনও প্রভাব পড়বে না। আন্তর্জাতিক বিমানবন্দর এক বিবৃতিতে জানিয়েছে, বিমানে থাকা চার ক্রু সদস্য এবং একজন স্টাফকে উদ্ধার করা হয়েছে। অন্য একজন নিখোঁজ রয়েছেন। পরে সাউথ চায়না মর্নিং পোস্ট পুলিশ দুই ব্যক্তির মৃত্যুর খবর প্রকাশ করে। দুবাই থেকে আসা বিমানটি স্থানীয় সময় ভোর ৩.৫০ মিনিটে অবতরণ করে। বিমানবন্দর কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে বিমানটিতে এমিরেটসের একটি ফ্লাইট নম্বর ছিল।
এমিরেটস এক বিবৃতিতে জানিয়েছে যে সোমবার হংকংয়ে অবতরণের সময় ফ্লাইট EK9788 ক্ষতিগ্রস্ত হয়। এটি বোয়িং ৭৪৭ কার্গো বিমান ছিল যা এসিটি এয়ারলাইন্স থেকে ভাড়া নেওয়া হয়েছিল। ক্রু সদস্যরা নিরাপদে রয়েছেন। তবে দুর্ঘটনাগ্রস্থ বিমানটি পণ্যবাহী বিমান ছিল না। এদিন হংকংয়ের বেসামরিক বিমান চলাচল বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে যে বিমানটি ‘‘অবতরণের পর উত্তর রানওয়ে থেকে ছিটকে সমুদ্রে পড়ে যায়।’’

Comments :0

Login to leave a comment