Suresh Kalmadi

প্রাক্তন কেন্দীয় মন্ত্রী সুরেশ কালমাদি প্রয়াত

জাতীয়

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং প্রবীণ কংগ্রেস নেতা সুরেশ কালমাদি দীর্ঘ অসুস্থতার পর প্রয়াত হয়েছেন। তাঁর বয়স হয়েছিল ৮১। অসুস্থতার কারণে তাঁকে পুনের দীনানাথ মঙ্গেশকর হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মঙ্গলবার ভোর সাড়ে ৩টে নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
কালমাদির সরকারি অফিস থেকে জানানো হয়েছে তাঁর মরদেহ দুপুর ২টা পর্যন্ত এরান্ডওয়ানের কালমাদি হাউসে রাখা হবে। বিকেল ৫:১৫ মিনিটে পুনের বৈকুণ্ঠ শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।
সুরেশ শামরাও কালমাদির জন্ম ১ মে, ১৯৪৪ সালে। তিনি পুনে লোকসভা নির্বাচনী এলাকা থেকে তিনবার সংসদ নির্বাচিত হয়েছিলেন।তিনি তার রাজনৈতিক কর্মজীবন এবং ক্রীড়া প্রশাসনের জন্যও পরিচিত ছিলেন। 
সুরেশ কালমাদি পুনেতে একটি ফাস্ট ফুডের দোকান চালাতেন। মহারাষ্ট্র যুব কংগ্রেসের নেতৃত্ব দেন। ১৯৮২ সালে রাজ্যসভার সাংসদ হন। ১৯৯৬ সালে, কালমাদি ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হন। ২০১০ সালে দিল্লিতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসের আয়োজক কমিটির চেয়ারম্যানও ছিলেন। কালমাদি রেল প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।
১৯৬০ সালে কালমাদি জাতীয় প্রতিরক্ষা একাডেমিতে যোগদান করেন। ১৯৬৪ থেকে ১৯৭২ সাল পর্যন্ত তিনি পাইলট হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭২ থেকে ১৯৭৪ সাল পর্যন্ত বিমান বাহিনী প্রশিক্ষণ দলে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। সাতের দশকে রাজনীতিতে নামেন। ১৯৮২ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত তিন মেয়াদে রাজ্যসভার সদস্য হন। ফের নির্বাচিত হন ১৯৯৮ সালে। ১৯৯৬, ২০০৪ এবং ২০০৯ সালে তিন বার পুণের সাংসদ নির্বাচিত হন। ১৯৯৫ থেকে ১৯৯৬ সাল প্রধানমন্ত্রী পিভি নরসিমা রাওয়ের সময়ে রেল প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেছেন কালমাদি। কমনওয়েলথ গেমসে দুর্নীতিতে নাম জড়ায় তাঁর। ২০১১ সালে গ্রেপ্তারও হন। এর পর কংগ্রেস তাঁকে দল থেকে বহিস্কার করে। ১০ মাস দিল্লির তিহার জেলে রাখা হয়েছিল তাঁকে।

Comments :0

Login to leave a comment