ইজরায়েলের হামলায় কেবল মধ্য গাজায় নিহতের সংখ্যা ২০০‘র বেশি। শনিবার গাজার স্বাস্থ্য মন্ত্রকের এক বিশেষ বার্তায় আক্রমণের তীব্রতা জানিয়ে এই মর্মে বিবৃতি দেওয়া হয়েছে।
ইজরায়েলের সেনা গাজায় আকাশ, জমি এবং সমুদ্র- সব দিক দিয়ে হামলা চালাচ্ছে। প্যালেস্তাইনের বিভিন্ন সংবাদমাধ্যম জানাচ্ছে মধ্য গাজার আল আকসা হাসপাতালে নিহত এবং আহতদের সারি দেখা যাচ্ছে। তার ম্যে রয়েছে বহু শিশু, রয়েছেন বহু মহিলা।
নির্বিচারে হামলার কড়া নিন্দা করছে রাষ্ট্রসঙ্ঘও। বিশ্ব জনমতও ইজরায়েলের উগ্র দক্ষিণপন্থী নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে সরব। নেতানিয়াহুকে বিভিন্ন কারণে দেশের মধ্যেও বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে।
রাষ্ট্রসঙ্ঘে ইজরায়েলের রাষ্ট্রদূত নিজেই জানিয়েছেন যে রাষ্ট্রসঙ্ঘের থেকে চিঠি দেওয়া হয়েছে তাঁকে। রাষ্ট্রসঙ্ঘের ‘কালো তালিকায়’ আনা হচ্ছে ইজরায়েলকে। গত অক্টোবর থেকে হামলায় গাজা ভূখণ্ডে নিহতের সংখ্যা ৩৬ হাজার ছাড়িয়ে গিয়েছে। তার মধ্যে ১৬ হাজারের বেশি শিশু। গাজা ভূখণ্ডে খাদ্যাভাব এবং তীব্র অপুষ্টি ছড়ানোর জন্যও ইজরায়েলকে দায়ী করছে রাষ্ট্রসঙ্ঘ।
তবে ইজরায়েলের কোনও হেলদোল নেই। প্রধান মদতদাতা আমেরিকা জনমতের ভয়ে নেতানিয়াহুর সমালোচনা করলেও মদত দিয়ে চলেছে। গাজার স্কুলে ইজরায়েলের আক্রমণে ভয়াবহ পরিণতি হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমই জানিয়েছে তাদের দেশের পাঠানো অস্ত্রেই হয়েছে হামলা।
শনিবারও বারোবারের বেশি আকাশ থেকে বোমা ফেলেছে ইজরায়েল। মধ্য গাজার নুসেইরত এবং দের-আল-বালা মূল লক্ষ্য। গাজার কোনও বাসিন্দার স্থায়ী ছাদ আর নেই। এক জায়গা থেকে আরেকজায়গায় প্রত্যেককে ছুটে বেড়াতে হচ্ছে প্রাণ বাঁচাতে। যেখানেই বসতি গড়ছেন বাসিন্দা, তার ওপরই বোমা ফেলছে সেনা। এর আগে গাজার দক্ষিণ অংশে রাফাতেও একই কায়দায় আক্রমণ হয়েছে। তবু প্যালেস্তাইনের স্বাধীনতার দাবিকে দমিয়ে দেওয়া যাচ্ছে না।
এর মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রে সংসদে ভাষণ দিতে যাবেন বেঞ্জামিন নেতানিয়াহু। আমেরিকার দুমুখো নীতি ফের স্পষ্ট হয়েছে এই সিদ্ধান্তে। ২৪ জুলাই আমেরিকার জনপ্রতিনিধি সভা কংগ্রেসে ভাষণ দেবেন ইজরায়েলের প্রধানমন্ত্রী।
GAZA ATTACK KILLS 200
মধ্য গাজায় নিহত অন্তত ২০০, জানাচ্ছে প্যালেস্তাইন

×
মন্তব্যসমূহ :0