নিষিদ্ধ শব্দবাজির ব্যবহার ঠেকাতে কড়া পদক্ষেপ কলকাতা পুলিশের। আগামী ২০ অক্টোবর সোমবার আলোর উৎসব কালী পুজো। এই উৎসবে ভেষজ বাজি পোড়ানোর নির্দেশিকা দিল কলকাতা পুলিশ। নিষিদ্ধ করা হয়েছে শব্দ বাজি এবং ফানুস ওড়ানো। নিয়ম না মানলে কড়া শাস্তির কথাও বলা হয়েছে। কালীপুজো-দীপাবলিতে নির্দিষ্ট সময়ের মধ্যে পোড়ানো যাবে শুধু ‘সবুজ বাজি’। আদালতের নির্দেশ মেনে বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছে ২০ অক্টোবর কালীপুজো ও দীপাবলি উপলক্ষে রাত ৮টা থেকে রাত ১০টা এই দুই ঘন্টা বাজি পোড়ানোর অনুমতি থাকবে। ২৮ অক্টোবর ছট পুজোর দিন সকাল ৬টা থেকে সকাল ৮টা এই সময়ে বাজি পোড়ানো যাবে। সবুজ বাজি ছাড়া অন্য বাজি ফাটানো আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে।
গত বুধবার দিল্লিতে শুধুমাত্র সবুজ বাজি পোড়ানোর অনুমতি দেয় সুপ্রিম কোর্ট। ওই প্রধান বিচারপতি বি আর গাভাই ও বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চ জানিয়ে দেন, শুধুমাত্র নির্দিষ্ট অঞ্চলেই সবুজ বাজি ফাটানো যাবে। বাজি ফাটানোর সময়সীমা সকাল ৬টা থেকে ৮টা এবং সন্ধে ৬টা থেকে ১০টা। সুপ্রিম কোর্ট ও কলকাতা হাই কোর্টের নির্দেশের পর শুক্রবার এই নির্দেশ জারি করেছে কলকাতা পুলিশ।
কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা এদিন এই মর্মে একটি নির্দেশিকা জারি করে প্রতিটি থানাকে এই বিষয়ে নজরদারি চালানোর নির্দেশ দিয়েছেন। আনন্দের উদযাপনে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল হওয়ার আর্জি জানানো হয়েছে। যাঁরা এই নিয়ম লঙ্ঘন করবেন তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হবে। কলকাতা পুলিশের গেজেট, সংবাদমাধ্যম এবং বিভিন্ন থানার নোটিশ বোর্ডে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। অনুমোদনহীন ও দূষণ সৃষ্টিকারী বাজি পোড়ানো, নির্ধারিত সময়ের বাইরে বাজি পোড়ানো এবং উচ্চ শব্দের বাজি ব্যবহারের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে।
Kali Puja-Diwali
মহানগরে বাজি পোড়ানোর নয়া নির্দেশিকা কলকাতা পুলিশের

×
Comments :0