সংবিধান, ধর্মনিরপেক্ষতা ও গণতন্ত্র রক্ষার শপথে বামপন্থী দলসমূহের আহ্বানে সম্প্রীতির পক্ষে শিলিগুড়িতে হয়েছে মিছিল। মঙ্গলবার বিকেলে শিলিগুড়ি বাঘাযতীন পার্কের সামনে থেকে মিছিল শুরু হয়। মিছিলটি কোর্টমোড়, হাসপাতাল মোড়, ভেনাসমোড় হয়ে হিলকার্ট রোড ধরে সেবক মোড় থেকে এগিয়ে এয়ারভিউ মোড়ের সামনে এসে শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন সিপিআই(এম) পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য জীবেশ সরকার, সিপিআই(এম) দার্জিলিঙ জেলা সম্পাদক সমন পাঠক, সিপিআই(এম)—র নুরুল ইসলাম, জয় চক্রবর্তী, সিপিআই(এমএল)—র অভিজিৎ মজুমদার, ফরওয়ার্ড ব্লকের অনিরুদ্ধ বোস, আরএসপি—র তাপস গোস্বামী প্রমুখ। 
এদিন মিছিল চলাকালীন জীবেশ সরকার বলেন, সাড়ে চারশো বছরের পুরোনো বাবরি মসজিদ ধ্বংস করে দিয়ে ভারতবর্ষকে মৌলবাদী সাম্প্রদায়িক একটা হিন্দু রাষ্ট্রে পরিণত করার রাজনৈতিক চেষ্টা চালিয়েছিল। ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ কাঠামোকে আক্রমণ করেই আরএসএস-বিজেপি ক্ষমতা দখল করার জন্য ষড়যন্ত্রকে ক্রমাগত প্রসারিত করেছে। মৌলবাদী রাষ্ট্রে পরিণত হলে ভারতবর্ষের ঐক্য সংহতি নষ্ট হয়ে যাবে। নরেন্দ্র মোদীর সরকার যে জায়গায় দেশকে নিয়ে যাচ্ছে তার বিরুদ্ধে গোটা দেশের মানুষকে সমবেত করাই বামপন্থীদের মূল লক্ষ্য। 
পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান তিনি।  
 
                                         
                                    
                                 
                                     
                                     
                                     
                                     
                                     
                                    
Comments :0