বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ৫০ তম প্রয়াণ দিবসে, শুক্রবার, পালিত হলো রানিগঞ্জে। খনি এলাকায় সম্প্রীতির পরিমণ্ডল গড়ে তুলতে ধারাবাহিক সাংস্কৃতিক আন্দোলন চালিয়ে নিয়ে যাওয়ার শপথ নেন পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সঙ্ঘের রানিগঞ্জ আঞ্চলিক কমিটি। এদিন শিশুবাগান মোড়ে নজরুল ইসলামের মর্মর মূর্তিতে মাল্যদান করে যথাযথ মর্যাদায় দিনটি পালন করেন খনি অঞ্চলের সাংস্কৃতিক কর্মীরা। পুষ্পার্ঘ্য অর্পণ করে বক্তব্য রাখতে গিয়ে জেলার যুগ্ম সম্পাদক অনুপ মিত্র বলেন, সাম্প্রদায়িক ঘৃণা বিদ্বেষের বিরুদ্ধে লড়াইয়ের প্রেরণা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। তাঁর লেখনীতে অন্যায়ের বিরুদ্ধে, বিভেদের রাজনীতির বিরুদ্ধে, সম্প্রীতির মূল্যবোধ ফুটে উঠেছে। নজরুল চর্চার মাধ্যমে সংস্কৃতিকে হাতিয়ার করেই আমাদের পথ চলতে হবে। এদিনের অনুষ্ঠান পরিচালনা করেন অভিজিৎ খাঁ।
Nazrul Islam Raniganj
সম্প্রীতির শপথে নজরুল স্মরণ রানিগঞ্জে

×
Comments :0