POETRY / DEBASHIS ACHARJEE / CHETANAY NAZRUL / MUKTADHARA / 29 AUGHST 2025 3rd YEAR

কবিতা / দেবাশিস আচার্য / চেতনায় নজরুল / মুক্তধারা / ২৯ আগস্ট ২০২৫ / বর্ষ ৩

সাহিত্যের পাতা

POETRY  DEBASHIS ACHARJEE  CHETANAY NAZRUL  MUKTADHARA  29 AUGHST 2025 3rd YEAR

কবিতা  

মুক্তধারা  

 চেতনায় নজরুল
 
 

দেবাশিস আচার্য

 

২৯ আগস্ট ২০২৫ / বর্ষ ৩
 

এখনো জৈষ্ঠ্যের খরতাপে 
চুরুলিয়া জুড়ে ধু ধু মাঠে 
ডেকে যায় পাখি বুলবুল 
চেতনায় জাগ্রত নজরুল।

নীরব থাকবে আর কতদিন 
এপার ওপার এতো দুর্দিন 
শায়িত  কবির কবরের ফুল 
চেতনায় জাগ্রত নজরুল।

ভোরের পাখি গায় গান 
বাজে শঙ্খ, ওঠে আজান
ভাগ হবে না বিলকুল 
চেতনায় জাগ্রত নজরুল।

শরতের শশী ঈদের চাঁদের ভোর
খুকুমণি খোলে বন্ধ দোর
ঘুচে যাক আঁধারের ভুল 
চেতনায় জাগ্রত নজরুল।

কবিতা আর গানের কল্লোল 
মেঘনা পাড়ে অজয়ের হিল্লোল 
চুরুলিয়া জানে বাগিচার ফুল 
চেতনায় জাগ্রত নজরুল

এ তুফান ভারী দিতে হবে পাড়ি 
করো ভাব মুছে ফেল আড়ি
বিভেদে হওনাগো মশগুল 
চেতনায় জাগ্রত নজরুল।

Comments :0

Login to leave a comment