POETRY / UPASANA HALDER / KABI PRONAM / MUKTADHARA / KABIPASHA - 21 MAY 2025 / 3rd YEAR

কবিতা / উপাসনা হালদার/ কবি প্রণাম / মুক্তধারা / কবিপক্ষ - ২১ মে ২০২৫ / বর্ষ ৩

সাহিত্যের পাতা

POETRY  UPASANA HALDER  KABI PRONAM  MUKTADHARA  KABIPASHA - 21 MAY 2025  3rd YEAR

কবিতা / মুক্তধারা / কবিপক্ষ / বর্ষ ৩

কবি প্রণাম

উপাসনা হালদার


ছোট্ট রবি হয়ে জন্ম নিলে, ঠাকুর পরিবারে।
বড়ো হওয়ার সাথে সাথে, সমাদৃত সবার ঘরে।।
আমাদের জীবন সহজ করেছে, তোমার সহজপাঠ।
যেদিকে তাকাই তোমার লেখনী, বেঁধেছে আট-ঘাট।।

তোমার লেখাতে শুরু হয় যে, আমাদের পথচলা।
তোমারি ছন্দে শেষ হয়ে যাবে, মোদের শেষের বেলা।।
দিবস-রজনী সকল সময়, রয়েছো হৃদয় মাঝে।
মধ্যগগনের সূর্য হয়ে থেকো সকল কাজে।।

অসীম অনন্ত গুনের কথা, না যায় লেখালেখি।
নোবেল জয় করেছিলে, গীতাঞ্জলি লিখি।।
শোনিতে শোনিতে বেঁধেছে দানা, তোমারি লিপির টান।
আজকে তোমার জন্মদিবস, লহ সশ্রদ্ধ প্রণাম।।

Comments :0

Login to leave a comment