গোটা পশ্চিমবঙ্গকে আইসিইউ-তে পাঠিয়েছে তৃণমূল সরকার। সে জন্যই ‘বাংলা বাঁচাও যাত্রা’ করছে সিপিআই(এম)। বাংলাকে বাঁচাতে হলে তৃণমূলকে হটাতে হবে আর বিজেপি-কে ভাগাতে হবে।
বুধবার মালদহের হরিশ্চন্দ্রপুরে ‘বাংলা বাঁচাও যাত্রা’-র জনসভায় একথা বলেন সিপিআই(এম) রাজ্য কমিটির সদস্য প্রতিকুর রহমান।
তিনি বলেন, মোদী-দিদি সেটিং রয়েছে। সেটিং করে রাজ্যটাকে লুটের আখড়া বানিয়েছে তৃণমূল। সবাই জানে পিসি-ভাইপো চুরি করেছে। সেটিং রয়েছে বলে ইডি-সিবিআই ধরছে না।
বিজেপি আরেকদিকে এসআইআর করে ভোটাধিকার কাড়তে চাইছে। আর তৃণমূল বলল এরাজ্যে এসআইআর করতে দেব না। এখন এসআইআর হচ্ছে। এই তৃণমূল বিজেপি’র জোটসঙ্গী ছিল। তখন এনআরসি’র দিকে এগনোর নীতিতে সমর্থন করেছিল। এসআইআর নিয়ে দুই দল আসলে মানুষকে ভয়ে রাখতে চাইছে।
ধর্মের পরিচয়ে বৈধ কোনও ভোটারের নাম বাদ গেলে লালঝাণ্ডা ছেড়ে দেবে না। বাংলায় কথা বললে মুসলমানদের বাংলাভাষী বলে আটক করা হয়েছে বিজেপি শাসিত রাজ্যে। পুশব্যাক করা হলো। হাইকোর্ট ফিরিয়ে আনতে বলল। তবু আনেনি।
Comments :0