China US Russia

চীনকে কোণঠাসা করার কৌশলে আমেরিকার সঙ্গী হবে না, জানালো রাশিয়া

আন্তর্জাতিক

পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে চীনকে চাপ দেওয়ার জন্য রাশিয়াকে জোটবদ্ধ হওয়ার প্রস্তাব দিয়েছিল আমেরিকা। রাশিয়া জানালো, তৃতীয় কোনও দেশকে কোণঠাসা করার জন্য অন্য কোনও দেশে সঙ্গে সমঝোতা হবে না। চীনের ক্ষেত্রে আমেরিকার এই কৌশলে তো সম্মতি দেবেই না রাশিয়া।
সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে রাশিয়ার এই অবস্থান স্পষ্ট করেছেন বিদেশ মন্ত্রী সের্গেই লাভরভ। 
আমেরিকা এবং রাশিয়ার দ্বিপাক্ষিক সমঝোতা ‘স্টার্ট’-র মেয়াদ ২০২৬’র ফেব্রুয়ারিতে শেষ হচ্ছে। এই সমঝোতা অনুযায়ী দুই দেশই পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ করবে। গত সেপ্টেম্বরে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে এই সমঝোতার মেয়াদ বাড়ানোর প্রস্তাব দেন রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন। ট্রাম্প সেই প্রস্তাবকে ‘ভালো’ বললেও হোয়াইট হাউস থেকে প্রয়োজনীয় আলোচনায় আগ্রহ দেখানো হয়নি বলে জানাচ্ছেন লাভরভ। তবে তার আগে ট্রাম্প এই পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণ সমঝোতায় চীনকেও যুক্ত করার কথা বলেছেন কয়েকবার।
এই প্রসঙ্গে রাশিয়ার সংবাদমাধ্যমে লাভরভ বলেন, ‘‘রাশিয়ার কখনই তৃতীয় কোন দেশকে কোণঠাসা করার উদ্যোগে কারো সঙ্গী হবে না। বিশেষ করে, চীনকে কোণঠাসা করা যদি লক্ষ্য হয়, তাহলে তো একেবারেই নয়।’’
আগেই চীন এবং রাশিয়া পারস্পরিক সম্পর্ক গড়ে তুলতে দ্বিপাক্ষিক সন্ধি করেছে, সে কথাও মনে করিয়ে দেন লাভরভ। 
রাশিয়ার বিদেশ মন্ত্রী আরো বলেন, আমেরিকা বহুদিন ধরেই চীনের উপর চাপ সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে রাশিয়া চীনের পাশে থাকছে। চীনের স্বাধীন অবস্থানকে মর্যাদা দেয় রাশিয়া।

Comments :0

Login to leave a comment