সোমবার পাকিস্তানের পেশোয়ারে একটি মসজিদের অভ্যন্তরে বিস্ফোরণে বেশ কয়েকজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে এবং অন্তত ৫০ জন আহত হয়েছে। বিস্তারিত জানা গেছে, জোহরের নামাজের পর দুপুর ১টা ৪০ মিনিটে বিস্ফোরণ ঘটে।
বিস্ফোরণের আঘাতে মসজিদের একপাশ ধসে পড়ে। এক ‘আত্মঘাতী হামলাকারী’ নামাজের সময় মসজিদের ভেতরে নিজেকে উড়িয়ে দেয়। আত্মঘাতী হামলাকারী নামাজের সময় সামনের সারিতে উপস্থিত থাকার সময় বিস্ফোরণ ঘটায়। আহতদের পেশোয়রের লেডি রিডিং হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে, কর্মকর্তারা জানিয়েছেন।
হাসপাতাল সূত্র জানায়, আহতদের মধ্যে ১৩ জনের অবস্থা আশঙ্কাজনক। এলাকায় জরুরি অবস্থা জারি করা হয়েছে এবং এলাকাটি ঘিরে রাখা হয়েছে।
                                        
                                    
                                
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
Comments :0