Rahul Gandhi

রাহুলের মামলার শুনানি কাল

জাতীয়

Rahul Gandhi


কংগ্রেস নেতা রাহুল গান্ধীর আবেদনের শুনানি হবে সোমবার। সুরাটের নগর দায়রা আদালতে হবে শুনানি। 

সুরাটের মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট রাহুলকে মানহানি মামলায় দু বছরের জেলের সাজা দেন। ২৩ মার্চ রায়ের পর, দ্রুত তাঁর লোকসভা সদস্যপদ খারিজ করেন অধ্যক্ষ। 

তবে ২৩ মার্চের রায়ে গান্ধীকে ৩০ দিন সময় দেওয়া হয়, উচ্চতর আদালতে আবেদনের জন্য। 

কর্ণাটকের কোলারে ভাষণে রাহুল বলেন যে 'সব চোরদের পদবী কেন মোদী'। মামলা হয় গুজরাটের সুরাটে, দায়ের করেন বিজেপি বিধায়ক পূর্ণেশ মোদী। 

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন