Sikhar Dhawan

শিখরে থেকেই শেষ করলেন ধাওয়ান

খেলা

গ্লাভ্স জোড়া চিরকালের জন্যই তুলে রাখার সিদ্ধান্ত নিলেন শিখর ধাওয়ান। নিজের সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে অবসরের কথা জানিয়েছেন তিনি। একসময় শিখর রোহিত দুই ওপেনার জুটিই ফুল ফোটাতো। এবার থেকে ২২ গজে আর দেখা মিলবেনা ভারতীয় ক্রিকেটের গব্বরের '। 

ভারতীয় জার্সিতে মোট ১৬৭ টি ওডিআই ম্যাচ খেলে করেছেন মোট ৬৭৯৩ রান। ৩৪ টি টেস্ট খেলে করেছেন ২৩১৫ রান। একদিনের ক্রিকেটে তার ১৭ টি সেঞ্চুরিও রয়েছে। টি টোয়েন্টিতে ভারতের হয়ে ১৭৫৯ রান করেছেন। আইপিএলে খেলেছেন দিল্লি ডেয়ারডেভিলসমুম্বই ইন্ডিয়ান্সডেকান চার্জার্সসানরাইজার্স হায়দ্রাবাদদিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংসের হয়ে ।

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন