সোমবার স্বাস্থ্য ভবনে রাজ্যের চিকিৎসক সংগঠনের প্রতিনিধিদের সাথে বৈঠক করেন মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব সহ স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। জুনিয়ার চিকিৎসকরা যেই দশ দফা দাবি নিয়ে আন্দোলন চালাচ্ছেন সেই বিষয় নিয়েই হয় এই বৈঠক। দু’ঘন্টার বেশি সময় বৈঠক থেকে কোন সুরাহা উঠে আসেনি বলে জানালেন চিকিৎসকরা।
চিকিৎসক উৎপল ব্যানার্জি বলেন, ‘‘আর জি কর হাসপাতালে ঘটেছে সেই বিষয় এবং এই ঘটনার প্রতিবাদ জানাতে গিয়ে সাধারণ মানুষকে যে ভাবে পুলিশি হেনস্তার মধ্যে ফেলা হচ্ছে সেই কথা আলোচনায় উঠে এসেছে।’’ তিনি আরও বলেন যে, ‘‘গোটা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় যেই থ্রেট কালচার চলছে সেই কথা বলা হয়েছে।’’
চিকিৎসকরা দাবি করেন সরকারের পক্ষ থেকে তাদের কথা শোনা হয়েছে কিন্তু এই বিষয় কোন পদক্ষেপ সরকারের পক্ষ থেকে নেওয়া হবে বলে আশ্বাস দেননি মুখ্য সচিব। উৎপল ব্যানার্জি, সুবর্ণ গোস্বামীরা বলেন, ‘‘এই বৈঠক সম্পূর্ণ ভাবে হতাশা জনক। কোন সদর্থক কিছু পাওয়া যায়নি। এই টুকু শুধু বলা যেতে পারে যে আমাদের কথা শোনা হয়েছে, কিন্তু কোন পদক্ষেপ নেওয়া হবে কি না তা জানা নেই, আর কোন আশ্বাসও দেওয়া হয়নি।’’
আগামীকাল রাজ্য সরকারের পুজো কার্নিভালের দিন রানি রাসমণি অ্যাভিনিুয়ে ‘দ্রোহের কার্নিভালের’ ডাক দিয়েছেন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। রাজ্য সরকারের পক্ষ থেকে মুখ সচিব মেইল করে আবেদন করেছিলেন এই কর্মসূচি বাতিল করার জন্য। এদিন চিকিৎসকরা জানিয়েছেন তারা কোন ভাবে এই কর্মসূচি বাতিল করবেন না। উল্টে মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবকে আমন্ত্রণ জানানো হয়েছে এই কার্নিভালে যোগ দেওয়ার জন্য।
Doctor's meeting
হতাশাজনক! মুখ্য সচিবের সাথে বৈঠকের পর বললেন চিকিৎসকরা

×
মন্তব্যসমূহ :0