Raiganj Medical College

ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগে উত্তেজনা রায়গঞ্জ মেডিক্যালে

জেলা

ফের বিতর্ক রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। ভুল চিকিৎসার জেরে এক কিশোরের মৃত্যু হয়েছে এই অভিযোগে বৃহস্পতিবার উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বরে। পরিবারের অভিযোগ, ওষুধের ওভারডোজের জন্যই তাদের ছেলে প্রাণ হারিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে ওয়ার্ডের ভেতরে চিকিৎসকদের ঘেরাও করে বিক্ষোভে ফেটে পড়েন মৃতের আত্মীয় পরিজনরা। পরিস্থিতি সামাল দিতে হস্তক্ষেপ করে পুলিশ। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই হাসপাতালে ওয়ার্ডের ভেতরেই উত্তেজনা দেখা দেয়। মৃত কিশোরের নাম অভিজিৎ বিশ্বাস। অস্টম শ্রেণির ছাত্র। বাড়ি রায়গঞ্জের কুমারডাঙি এলাকায়। রায়গঞ্জের করোনেশন উচ্চ বিদ্যালয় পড়তো সে। পরিবার সূত্রের খবর, ডায়েরিয়ার জন্য বুধবার সন্ধ্যায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। গভীর রাত পর্যন্ত ভালোই ছিল অভিজিৎ। ভোরবেলা হঠাৎই বাড়িতে ফোন করে জানানো হয় অভিজিতের শারীরিক অবস্থা সঙ্কটজনক হয়ে পড়েছে। বাড়ির লোকজন হাসপাতালে পৌঁছাতেই তার মৃত্যুর খবর জানানো হয়। পরিবারের অভিযোগ, জুনিয়র ডাক্তারদের ভুল চিকিৎসার কারণে অভিজিতের মৃত্যু হয়েছে এই অভিযোগ তুলে বিক্ষোভে ফেটে পড়েন রোগীর পরিবার পরিজনরা। ওষুধের ওভারডোজের কারণে ছেলের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন অভিজিতের বাবা উৎপল বিশ্বাস।
মৃতের আত্মীয় সাগর শীল অভিযুক্ত চিকিৎসকদের কঠোর শাস্তির দাবি করেন। ঘটনার পরিপ্রেক্ষিতে কয়েকজন চিকিৎসকের নাম উল্লেখ করে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এমএসভিপি’র কাছে অভিযোগ জানানো হয়েছে। ঘটনার তদন্ত করছে হাসপাতাল কর্তৃপক্ষ।

Comments :0

Login to leave a comment