hockey womens asian champions trophy

চ্যাম্পিয়ন্স ট্রফিতে চীনের বিরুদ্ধে ভারত

খেলা

india will face china in hockey womens asian champions trophy ছবি প্রতীকি

 

রাজগিরে হকি উইমেন্স এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফিতে চীনের বিরুদ্ধে নামবে ভারত । খেলা শুরু বিকেল ৪ : ৪৫ মিনিটে । শনিবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে গুরুত্বপূর্ণ ম্যাচে নামছে ভারত । গত ম্যাচে থাইল্যান্ডের  বিরুদ্ধে ১৩ -০  গোলে জয় পেয়েছিলো ভারত ।  শনিবার চীনের বিরুদ্ধেও ক্লিনশিট রাখার উদ্দেশ্যে নামবেন সালিমা তেতে - নভনিত কৌররা । বর্তমানে বিশ্ব র‍্যাংকিংয়ে ভারত রয়েছে ৯ এবং চীন ৬ নম্বরে  । তাই হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় রাজগীর । থাইল্যান্ডের বিরুদ্ধে বড় ব্যবধানে জেতায় গোলপার্থক্যও কিছুটা বেড়েছে  ভারতের । এর আগে মোট ৪৫ বারের সাক্ষাতে ভারত জিতেছে ১১ বার এবং চীন ২৮ বার ।
 

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন