ফের গুজরাটের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভূপেন্দ্র প্যাটেল (Bhupendra Patel)। গুজরাটের বিজেপি বিধায়কদের বৈঠকে প্যাটেলকেই ফের পারিষদীয় নেতা নির্বাচিত করা হয়। তাঁর নাম প্রস্তাব করেছেন কানু দেশাই। সোমবার শপথগ্রহণ অনুষ্ঠান। প্যাটেলের নাম সর্বসম্মতিতে গৃহীত হয়।
                        
                        
শনিবার মুখ্যমন্ত্রী পদের জন্য নেতা বাছাই করতে গুজরাটে বিজেপি নেতারা গান্ধীনগরে বিধানসভার পরিষদীয় দলের একটি বৈঠক করেন। বৈঠকে দলের পর্যবেক্ষক এবং শীর্ষ নেতা রাজনাথ সিং, বিএস ইয়েদুরাপ্পা এবং অর্জুন মুন্ডা উপস্থিত ছিলেন। এই বৈঠক থেকেই প্যাটেলকে নির্বাচিত করা হয়। 
                                        
                                    
                                
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
Comments :0