বনভূমি বাঁচাও, বাংলা বাঁচাও, বন ভূমির রসদ সংগ্রহে বাধা দিয়ে জঙ্গলমহলের মানুষের রুটি রুজির সংকট তৈরীর প্রতিকার সহ সেচের আকাল ও পানীয় জলের সংকট মোকাবিলায় সদর্থক পদক্ষেপ নেওয়ার দাবীতে ঝাড়গ্রাম শহরে সংগঠিত হলো সিপিআইএম এর পদযাত্রা।
পদযাত্রা থেকে দাবী ওঠে ঝাড়গ্রাম জেলা শহরের নিকাশী সহ রাস্তাঘাট এবং শহরের কদমকানন রেলগেটের ওভারব্রীজ-র কাজ অবিলম্বে শুরু করতে হবে।পাশাপাশি,হাতির হানায় মৃত ব্যক্তির পরিবারকে স্থায়ী চাকরী ও ন্যূনতম ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণ সহ কৃষকদের ফসলের ক্ষতিপূরণ চালুর দাবীও ওঠে পদযাত্রা থেকে। জেলায় বন্ধ করে দেওয়ায় ৪২ টি আবাসিক স্কুল হোস্টেল ও মানিকপাড়া কলেজের ছাত্রী হোস্টেল ও শিলদা কলেজের ছাত্র ও ছাত্রী হোস্টেল পুনরায় চালু সহ জেলায় অনুমোদনপ্রাপ্ত জহর নবোদয় বিদ্যালয় অবিলম্বে চালু করার দাবীও ওঠে পদযাত্রা থেকে। পদযাত্রার শেষে শহরের ৫ মাথা মোড়ে হয় পথসভা।
Bangla Bachao Yatra
বনভূমি বাঁচাতে,বাংলা বাঁচাও যাত্রার সমর্থনে পদযাত্রা ঝাড়গ্রামে
×
Comments :0