Bangla Bachao Yatra

বনভূমি বাঁচাতে,বাংলা বাঁচাও যাত্রার সমর্থনে পদযাত্রা ঝাড়গ্রামে

জেলা বাংলা বাঁচাও যাত্রা

বনভূমি বাঁচাও, বাংলা বাঁচাও, বন ভূমির রসদ সংগ্রহে বাধা দিয়ে জঙ্গলমহলের মানুষের রুটি রুজির সংকট তৈরীর প্রতিকার সহ সেচের আকাল ও পানীয় জলের সংকট মোকাবিলায় সদর্থক পদক্ষেপ নেওয়ার দাবীতে ঝাড়গ্রাম শহরে সংগঠিত হলো সিপিআইএম এর পদযাত্রা।
পদযাত্রা থেকে দাবী ওঠে ঝাড়গ্রাম জেলা শহরের নিকাশী সহ রাস্তাঘাট এবং শহরের কদমকানন রেলগেটের ওভারব্রীজ-র কাজ অবিলম্বে শুরু করতে হবে।পাশাপাশি,হাতির হানায় মৃত ব্যক্তির পরিবারকে স্থায়ী চাকরী ও ন্যূনতম ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণ সহ কৃষকদের ফসলের ক্ষতিপূরণ চালুর দাবীও ওঠে পদযাত্রা থেকে। জেলায় বন্ধ করে দেওয়ায় ৪২ টি আবাসিক স্কুল হোস্টেল ও মানিকপাড়া কলেজের ছাত্রী হোস্টেল ও শিলদা কলেজের ছাত্র ও ছাত্রী হোস্টেল পুনরায় চালু সহ জেলায় অনুমোদনপ্রাপ্ত জহর নবোদয় বিদ্যালয় অবিলম্বে চালু করার দাবীও ওঠে পদযাত্রা থেকে। পদযাত্রার শেষে শহরের ৫ মাথা মোড়ে হয় পথসভা।

Comments :0

Login to leave a comment