মালদহ জেলার অন্যতম অর্থকরী ফসল রেশমের চাষ ক্রমশ কমছে। কেন্দ্র ও রাজ্য সরকার এ বিষয়ে দর্শকের ভূমিকায়। সংশ্লিষ্ট দপ্তরে দক্ষ কর্মীর অভাব।
পশ্চিমবঙ্গ রাজ্য রেশম ও তসর চাষি সমিতির মালদহ জেলা দ্বাদশ সম্মেলনে এই সমস্যায় সরব হলেন প্রতিনিধিরা। কালিয়াচক-২ ব্লকের মোথাবাড়িতে হয়েছে সম্মেলন।
প্রতিনিধিরা বলেছেন যে রেশম পোকার ডিম উৎপাদনে সরকারি সহায়তা বন্ধ। বেসরকারি সংস্থার তৈরি ডিমের কোন গ্যারান্টি নেই। তীব্র সমস্যায় রেশমচাষিরা।
রবিবার পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনে সূচনা করেন সংগঠনের জেলা সভাপতি ইলিয়াস আলি। এরপর শহীদ বেদীতে মাল্যদান করেন সকলে।
এরপর জেলা সম্মেলন উদ্বোধন করে সমিতির রাজ্য সম্পাদক নৈমুদ্দিন সেখানে দেশের বর্তমান কেন্দ্র ও রাজ্য সরকারের রেশম ও তসর চাষ নিয়ে উদাসীনতার বিষয়টি তুলে ধরেন। এরপর সম্মেলনে প্রতিবেদন পেশ করেন জেলা সম্পাদক আইনুল হক। ৯ জন প্রতিনিধি আলোচনায় অংশ নেন।
প্রতিনিধিরা বলেন, সরকারি উপকরণ প্রকৃত রেশম চাষিরা পাচ্ছেন না। তা বেহাত হয়ে যাচ্ছে। রাজ্যে লুটেরাদের রাজত্ব কায়েম হয়েছে। সম্মেলনে ঠিক হয় এই চাষে যে মর্যাদা ছিল তা লড়াই আন্দোলনের মধ্যে দিয়ে ফিরিয়ে আনতে হবে। সম্মেলনকে অভিনন্দন জানিয়ে ভাষণ দেন পশ্চিমবঙ্গ প্রাদেশিক কৃষক সভার রাজ্য কাউন্সিল সদস্য একরাম হোসেন।
প্রতিবেদন সর্বসম্মতিক্রমে গৃহীত হওয়ার পর ১৯ জনের নতুন জেলা কমিটিও সর্বসম্মতিক্রমে গঠিত হয়। সভাপতি, সম্পাদক ও কোষাধ্যক্ষ নির্বাচিত হন যথাক্রমে এনাম হক, আইনুল হক ও সাদেক আলি। এছাড়া রাজ্য সম্মেলনের জন্য ১৭ জন প্রতিনিধি সর্বসম্মতিক্রমে নির্বচিত হন।
উল্লেখ্য সংগঠনের দ্বাদশ রাজ্য সম্মেলন আগামী ২৯ অক্টোবর মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে।
Silkworm Grower's Conference
রেশম পোকার ডিমে সরকারি সহায়তা বন্ধ, আন্দোলনের ডাক সম্মেলনে
পশ্চিমবঙ্গ রাজ্য রেশম ও তসর চাষি সমিতির মালদহ জেলা দ্বাদশ সম্মেলন মোথাবাড়িতে।
×
Comments :0