স্বামীকে নিয়ে হাসপাতালে যাওয়ার পথে অ্যাম্বুলেন্সে ধর্ষণের শিকার হলেন এক মহিলা। উত্তরপ্রদেশে ঘটেছে এই ঘটনা। জানা গিয়েছে গত ৩০ আগস্ট অসুস্থ স্বামীকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন নির্যাতীতা। সেই সময় ঘটে এই ঘটনা। ধর্ষণের পর নির্যাতীতাকে এবং স্বামীকে অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে দেওয়া হয়। খুলে নেওয়া হয় অসুস্থ ওই ব্যাক্তির অক্সিজেন সাপোর্ট। পরবর্তী সময় সিদ্ধার্থনগর জেলা হাসপাতালে মৃত্যু হয় নির্যাতীতার স্বামীর।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছেন বেসরকারি হাসপাতালের খরচ বহন করতে না পেরে অসুস্থ স্বামীকে নিয়ে বাড়ি ফিরছিলেন নির্যাতীতা। সেই সময় অ্যাম্বুলেন্স চালক মহিলাকে বাধ্য করে তার পাশের আসনে বসার জন্য। চলন্ত গাড়িতে তাকে শারিরীক হ্যানস্তা করলে সে প্রতিবাদ করলে প্রথমে অক্সিজেন বন্ধ করে দেওয়া হয়। তারপর দুজনকে নামিয়ে দেওয়া হয়। নির্যাতীতা জানিয়েছেন তার থেকে তার গয়নাও ছিনিয়ে নেওয়া হয়।
পরিবার এবং পুলিশকে গোটা ঘটনা জানালে পুলিশ অসুস্থ ব্যাক্তিকে জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখানে থাকে মৃত বলে ঘোষনা করা হয়। নির্যাতীতার দাবি পুলিশকে গোটা বিষয়টা জানালেও তারা অভিযুক্তদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেয়নি।
Uttarpradesh
উত্তরপ্রদেশে অ্যাম্বুলেন্সে ধর্ষণের শিকার মহিলা

×
মন্তব্যসমূহ :0