পাঞ্জাবের অমৃতসর জেলায় বিষমদ খেয়ে কমপক্ষে ২১ জনের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে গত এক বছরে পাঞ্জাবে তৃতীয় বড় মদ্যপানের ঘটনা এটা। অমৃতসরের ভাঙ্গালি, পাতালপুরি, মারারি কালাণ, থেরেওয়াল, তালওয়ান্দ খুম্মান সহ বিভিন্ন গ্রামে সোমবার রাতে পরপর প্রাণহানি হয়েছে। বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশের মত, বিপুল পরিমাণ মিথানল মেশানো হয়েছিল। সরবরাহকারী, বিক্রেতা সহ ১০ অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। মাজিথার ডেপুটি পুলিশ সুপার অমোলক সিং এবং মাজিথার স্টেশন হাউজ অফিসার সাব ইনস্পেক্টর অবতার সিংকে কর্তব্যে গাফিলতির অভিযোগে সাসপেন্ড করে দেওয়া হয়েছে।
ডিজিপি গৌরব যাদব বলেন, ‘‘গ্রামগুলিতে একটি চক্র এই বিষমদ সরবরাহ করেছিল। পাঞ্জাব পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়েছে। সরবরাহকারী, বিক্রেতা সহ দশ জনকে হেপাজতে নেওয়া হয়েছে। এই চক্রের মাথা সাহিব সিং। মিথানল সরবরাহ করেছিল লুধিয়ানার সাহিল কেমিক্যাল। ওই সংস্থার দুই কর্তা পঙ্কজ কুমার ওরফে সাহিল এবং অরবিন্দ কুমারকেও গ্রেপ্তার করা হয়েছে। সাহিব সিং অনলাইনে বিপুল পরিমাণ মিথানল অর্ডার করেছিল। তারপর তা দিয়েই তৈরি করা হয় বিষ মদ।’’
Punjab Hooch Tragedy
পঞ্জাবে বিষমদে মৃত্যু অন্তত ২১ জনের

×
Comments :0