Andhra Pradesh

অন্ধ্রে মন্দিরের দেয়াল ভেঙে মৃত ৮ দর্শনার্থী

জাতীয়

অন্ধ্র প্রদেশের সীমাচলমে মন্দিরের দেয়াল ধসে পড়ে অন্তত আটজনের মৃত্যু হয়েছে। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে আরো চারজনকে। 
বিশাখাপত্তনম জেলার এই মন্দিরে মঙ্গলবার রাত থেকে দর্শনার্থীদের বিরাট লাইন পড়ে। এদিকে চলছিল তুমুল বৃষ্টিপাত। যার ফলে ধসে পড়ে দেয়াল। 
বুধবার প্রশাসন জানিয়েছে উদ্ধারকাজের পর আহতদের চিকিৎসার তদারকি করা হচ্ছে। 
অন্ধ্র প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ভি অনিতা জানিয়েছেন যে দর্শনার্থীরা রাত থেকে ৩০০ টাকা করে টিকিট কেটে লাইনে দাঁড়িয়ে ছিলেন। সিনহা গিরি বাসস্ট্যান্ডের কাছে মন্দিরের এই অংশ বৃষ্টির জলে নড়বড়ে হয়ে গিয়েছিল। এই অংশের দেওয়াল ভেঙে পড়ে দর্শনার্থীদের ওপর। 
ঘটনায় ক্ষতিপূরণ ঘোষণা করেছে অন্ধ্র প্রদেশ সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও শোক জানিয়েছেন।।

Comments :0

Login to leave a comment