SIR

৮৭.৯১ শতাংশ ফর্ম ডিজিটাইজড হয়েছে রাজ্যে, জানালো কমিশন

রাজ্য

এসআইআরের কাজ প্রায় শেষ মুহূর্তে পশ্চিমবঙ্গে। ৪ ডিসেম্বরের মধ্যে সমস্ত ফিল-আপ হওয়া এনুমারেশন ফর্ম জমা পড়ে যাবে বলেই আশা করছে নির্বাচন কমিশন। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত ৭ কোটি ৬৪ লক্ষ ৬৮ হাজার ৭৫৯ হাজার এনুমারেশন ফর্ম বিলির কাজ সম্পন্ন হয়ে গেছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, এখনও প্রর্যন্ত ডিজিটাইজড হয়েছে ৬ কোটি ৭৩ লক্ষ ৬৮ হাজারের বেশি ফর্ম। কমিশন সূত্রে খবর, ২৭ লক্ষ ৭১ হাজার ভোটারকে চিহ্নিত করা গেছে যাঁদের মধ্যে ১৫ লক্ষ ৫৩ হাজার মৃত। ২ লক্ষ ৬১ হাজার ভোটারকে খুঁজে পাওয়া যায় নি। ২ লক্ষ ৮৮ হাজার ভোটার স্থানান্তরিত হয়েছেন। ৫৮ হাজার ১৮৪ জন ডুপ্লিকেট ভোটার। 
বৃহস্পতিবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানিয়েছেন, যদি কেউ মৃত ভোটারের এনুমারেশান ফর্ম পূরণ করে জমা দেন তাহলে যেন অতি অবশ্যই তাঁকে ডেকে পাঠিয়ে সবিস্তারে জিজ্ঞাসাবাদ করা হয়। অন্যথায় নির্বাচন কমিশন সংশ্লিষ্ট সেই জেলা নির্বাচনী আধিকারিক থেকে শুরু করে বুথ লেভেল অফিসার পর্যন্ত সকলের বিরুদ্ধেই আইনানুগ পদক্ষেপ করবে। অর্থাৎ মৃত ব্যক্তির নাম আর কোন মতেই ভোটার তালিকায় রাখতে চাইছে না নির্বাচন কমিশন। যে কারণে কমিশনের পক্ষ থেকে এই ধরনের কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। এসআইআরের প্রাথমিক পর্বের পর ৯ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে কমিশন। তালিকা পাওয়া যাবে স্থানীয় বুথে, পঞ্চায়েত অফিসে, পৌরসভায়, মহকুমাশাসকের দপ্তরে, জেলাশাসকের দপ্তরে, ডিইও ওয়েবসাইটে এবং সিইও ওয়েবসাইটে। পাশাপাশি আরও একটি বিশেষ তালিকা প্রকাশিত হবে, যেখানে মৃত ভোটার, অনুপস্থিত ভোটার, ভুয়ো ভোটার এবং স্থানান্তরিত ভোটারের নাম থাকবে। এই তালিকা গুরুত্বপূর্ণ হলেও চূড়ান্ত নয়। যাঁদের নাম বাদ গিয়েছে, বানান ভুল বা ঠিকানা ভুল রয়েছে, তাঁরা প্রয়োজনীয় নথি দেখিয়ে সংশোধনের আবেদন করতে পারবেন। আবার কেউ নতুনভাবে নাম তুলতে চাইলে ৬ নম্বর ফর্ম পূরণ করেতে হবে। ভোটার তালিকায় নতুন নাম তোলার প্রক্রিয়া একমাস ধরে এই প্রক্রিয়া চলবে। নির্বাচন কমিশন জানিয়েছে অফলাইনে ভোটার তালিকাব নাম তুলতে পারবেন না নতুন ভোটাররা। নাম তোলা যাবে শুধুমাত্র অনলাইনে। নতুন ভোটাররা অনলাইনে ‘ফর্ম-৬’ পূরণ করে নাম তুলতে পারবেন। তবে অনলাইনে আবেদন করার সময় ২০০২ সালের ভোটার তালিকায় থাকা বাবা-মা বা ঠাকুরদা-ঠাকুরমার নাম দিতে হবে। সেখানে আধার এবং ই-সাইন বাধ্যতামূলক। নির্বাচন কমিশন জানিয়েছে, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ২০২৬ সালের ৭ ফেব্রুয়ারি। এদিন কমিশন দাবি করছে, ২০২৬ সালে বিধানসভা নির্বাচনের আগে যে চূড়ান্ত ভোটার তালিকা তৈরী হবে সেখানে কোন মৃত ভোটারের নাম থাকবে না।

নির্বাচন কমিশনের তথ্য বলছে, পশ্চিমবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত ৬ কোটি ৭৩ লক্ষ ৬৮ হাজারটি এনুমারেশন ফর্ম ডিজিটাইজড হয়ে গেছে। শতকরার হিসেবে সেটি ৮৭.৯১ শতাংশ। আন্দামানে সেই সংখ্যাটি ৭৬.২৮ শতাংশ, ছত্তীসগড়ে ৭৭.৮০ শতাংশ, গোয়ায় ৯২.৬৯ শতাংশ।  গুজরাটে ৮১.৫৮ শতাংশ, কেরালায় ৬৬.৪৭ শতাংশ, লাক্ষাদীপে ১০০ শতাংশ , মধ্যপ্রদেশ ৮৬.৪৭ শতাংশ, পদুচেরিতে ৮৩.৩৬ শতাংশ, রাজস্থানে ৮৯.৫৬ শতাংশ। তামিলনাড়ুতে এনুমারেশন ফর্ম ডিজিটাইজড হয়েছে ৭৫.৯৩ শতাংশ। উত্তরপ্রদেশে ৫৪.৯৭ শতাংশ, পশ্চিমবঙ্গে এনুমারেশন ফর্ম ডিজিটাইজড হয়েছে ৮৭.৯১ শতাংশ। গত ৪ নভেম্বর থেকে ২৮ নভেম্বর প্রর্যন্ত ১২ রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চল মিলিয়ে মোট 
৭৪.১০ শতাংশ এনুমারেশন ফর্ম ডিজিটাইজড হয়েছে।

Comments :0

Login to leave a comment