চলতি অর্থবর্ষের প্রথম ৭ মাসে কেন্দ্রের কোষাগারীয় ঘাটতির অঙ্ক ৮ লক্ষ ২৫ হাজার কোটির বেশি। ২০২৫-২৬ অর্থবর্ষের এপ্রিল থেকে অক্টোবরের এই তথ্য শুক্রবার প্রকাশ করেছে কেন্দ্র।
কোষাগারে সব ধরনের আয় এবং ব্যয়ের ফারাক ধরা হয় কোষাগারীয় ঘাটতিতে।
কন্ট্রোলার জেনারেল অব অ্যাকাউন্টস (সিজিএ)’র তথ্য জানাচ্ছে, অক্টোবর পর্যন্ত কোষাগারে এসেছে ১৮ লক্ষ কোটি টাকা। তার মধ্যে ১২.৭৪ লক্ষ কোটি টাকা কর বাবদ আয়। কর বহির্ভূত আয় ৪.৮৯ লক্ষ কোটি টাকা।
সিজিএ জানিয়েছে, এই পর্বে ৯ লক্ষ ৩৪ হাজার ৯৫৭ কোটি টাকা রাজ্যগুলিকে দেওয়া হয়েছে করের ভাগ বাবদ। গত বছরে এপ্রিল-অক্টোবরের তুলনায় এই অঙ্ক ১ লক্ষ ১১ হাজার ৯৮১ কোটি টাকা বেশি।
চলতি অর্থবর্ষ ২০২৫-২৬’র বাজেটে মোটা জাতীয় উৎপাদন বা জিডিপি’র ৪.৪ শতাংশ কোষাগারীয় ঘাটতিকে বেঁধে রাখার লক্ষ্য রাখা হয়েছিল। টাকার অঙ্কে সারা বছরে যা প্রায় ১৫.৬৯ লক্ষ কোটি টাকা। প্রথম সাত মাসে এই লক্ষ্যের ৫২.৬ শতাংশে পৌঁছেছে কোষাগারীয় ঘাটতি।
এই সাত মাসে কেন্দ্রের মোট খরচ ২৬.২৫ লক্ষ কোটি টাকা।
Fiscal Deficit
সাত মাসে কেন্দ্রের কোষাগারীয় ঘাটতি ৮ লক্ষ কোটি টাকার বেশি
×
Comments :0