সাইক্লোন 'দ্বিতয়া'-র জেরে তামিলনাড়ু ও বেঙ্গালুরুর সহ বেশকয়েকটি রাজ্যে জারি হাই এলার্ট। নিম্নচাপটি বঙ্গোপসাগরে বৃহস্পতিবার উৎপন্ন হয়ে তামিলনাড়ু উপকূলের দিকে প্রবাহিত হতে শুরু করে। বর্তমানে নিম্নচাপটি দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। ৩০নভেম্বর সকালের মধ্যে নিম্নচাপটি উত্তর তামিলনাড়ু, পন্ডিচেরী পাশা[পাশি দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উপকূলের উপর দিয়ে প্রবাহিত হবে।
ভারতীয় আবহাওয়া বিভাগের তরফে, শুক্রবার ও শনিবার উত্তরের উপকূলবর্তী রাজ্যগুলির বিভিন্ন অঞ্চলে লাল ও কমলা সতর্কতা জারি করা হয়। যদিও, বৃহস্পতিবার থেকেই উপকূলবর্তী রাজ্যগুলিতে সতর্কতা জারি ছিল। পাশাপাশি ওই রাজ্যগুলিতে আগামী ২৪ ঘন্টায় প্রায় ২০ কিলোমিটায়ার প্রত্যি ঘন্টা বেগে অতিভারী বৃষ্টির সম্ভবনাও রয়েছে বলে জানাচ্ছে আইএমডি। ২৯ - ৩০ নভেম্বর প্রতিবেশী রাজ্যগুলিতেও ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে। ফলত, আইএমডি-র তরফে ওই রাজ্যগুলিতেও কমলা সতর্কতা জারি করা হয়েছে।
শনিবার তামিলনাড়ুর চার জেলায় লাল ও পাঁচ জেলায় কমলা সতর্কতা জারী করা হয়েছে। পাশাপাশি বেঙ্গালুরুতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।পন্ডিচেরী এবং অন্ধ্রপ্রদেশের বেশ কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলত, ওই রাজ্যগুলির প্রশাসনের তরফে জরুরিকালীন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
বৃহস্পতিবার বিকালে উৎপন্ন এই ঝড়টি আগামী ২৪ ঘন্টার মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হবে। আগামী কয়েকদিন গোটা শ্রীলংকা জুড়ে অঝোরধারায় বৃষ্টি চলবে জানাচ্ছে ভারতীয় আবহাওয়া বিভাগ। ফলে শুক্রবার সরকারের তরফে গোটা শ্রীলংকার স্কুল ও অফিসগুলিতে ছুটি ঘোষণা করে দেওয়া হয়েছে ।
Comments :0