বাসের ধাক্কায় প্রাণ হারালো এক স্কুলছাত্র। কলকাতার কাশীপুরে স্কুল থেকে ফেরার সময় মর্মান্তিক ঘটনাটি ঘটে। ঘটনাটিকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় ওই অঞ্চলে।
পুলিশ সূত্রে খবর, শুক্রবার সকালে সাইকেল নিয়ে স্কুল যাচ্ছিলো অরণ্য চক্রবর্তী (১৪) নামে ওই পড়ুয়া। বরানগরের বাসিন্দা ওই ছাত্র। কাশীপুরের বি টি রোড সামনে একটি বাস এসে তার সাইকেলে ধাক্কা মারে। সাইকেল থেকে ছিটকে পড়ে যায় ওই পড়ুয়া। আহত অবস্থায় স্থানীয়রা তাকে আরজি কর হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।
ঘটনাটি ঘিরে ওই অঞ্চলে উত্তেজনার সৃষ্টি হয়। ব্যস্ত সময় বিটি রোডের উপর কোনো ট্রাফিক গার্ডের দেখা মেলেনা বলে অভিযোগ স্থানীয়দের।এমনকি ঘটনাটিকে ঘিরে বিক্ষোভও দেখতে থাকেন তারা। ফলে কার্যত যানজটের সৃষ্টি হয় বিটি রোড জুড়ে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
Comments :0