Sri Lanka Landslide

তুমুল বৃষ্টি-সাইক্লোন, ভূমি ধসে শ্রীলঙ্কায় মৃত ৫৮

আন্তর্জাতিক

টানা বৃষ্টিতে নাজেহাল শ্রীলঙ্কা। স্কুল বন্ধ, রাস্তা জলমগ্ন। বন্ধ অফিস। দেশের বিভিন্ন এলাকায় ভূমি ধস নেমেছে। শুক্রবার দুপুর পর্যন্ত অন্তত ৫৮ জনের মৃত্যুর খবর মিলেছে এই দ্বীপরাষ্ট্রে। 
তমুল বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। বহু এলাকায় রেললাইন জলের নিচে। চা-বাগিচা সমৃদ্ধ জেলা বাদুল্লায় বিপর্যয়ের প্রভাব সবচেয়ে বেশি বলে জানাচ্ছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। বৃহস্পতিবার রাতে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। 
শ্রীলঙ্কার বিপর্যয় মোকাবিলা দপ্তর জানাচ্ছে প্রায় ২ হাজার পরিবারকে সরিয়ে আশ্রয় শিবিরে রাখা হয়েছে। 
পরিস্থিতির জেরে বিভিন্ন পরীক্ষা স্থগিত রাখতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। নামানো হয়েছে সেনা। হেলিকপ্টার ব্যবহার করে উদ্ধার করা হচ্ছে বিপন্ন মানুষকে। 
শ্রীলঙ্কায় উত্তর-পূর্ব মৌসুমি বায়ুর প্রভাব এখনও রয়েছে। তার ওপর সাইক্লোন ‘দিতওয়া’ পরিস্থিতি আরও খারাপ করেছে বলে জানিয়েছে দেশের আবহাওয়া দপ্তর। 
বঙ্গোপসাগরে সৃষ্ট সামুদ্রিক ঝড় ‘দিতওয়া’ ভারতেরও দক্ষিণ অংশে তামিলনাডু, কেরালা, তামিলনাডু, অন্ধ্র প্রদেশেও প্রভাব পড়তে চলেছে।

Comments :0

Login to leave a comment