এইমসের (AIIMS) পরে এবার দিল্লির সফদরজং হাসপাতালেও হ্যাকার আক্রমণ। হাসপাতালে হ্যাকিং-এর খবর নিশ্চিত করেছেন রাজধানীর অন্যতম শীর্ষ হাসপাতালটির পরিচালক চিকিৎসক বিএল শেরওয়াল। যদিও এইমসের মতো গুরুতর আক্রমণ না হওয়ায় এবং হাসপাতালের দৈনন্দিন কাজের একটি বড় অংশই কাগজে কলমে চলে বলে ডেটা ফাঁসের সম্ভাবনা কম ছিল। 
                        
                        
সফদরজং হাসপাতালের (Safdarjung Hospital) পরিচালক ডাঃ বি.এল. শেরওয়াল বলেছেন যে আক্রমণটি গুরুতর মাত্রার ছিল না, তবে হাসপাতালের সার্ভারের কিছু অংশ প্রভাবিত হয়েছিল। "হ্যাকাররা কিছু দিন আগে হাসপাতালের সিস্টেমে আঘাত করেছিল এবং সার্ভার একদিনের জন্য বসে গিয়েছিল," ডাঃ শেরওয়াল বলেছেন।
তিনি আরও জানিয়েছেন, ইতিমধ্যেই হাসপাতাল কর্তৃপক্ষ সমস্যার সমাধান করেছে এবং সার্ভারে কোনো সমস্যা নেই।
hacking attack
এবার দিল্লির সফদরজং হাসপাতালে হ্যাকার হানা
                                    
                                
                                    ×
                                    
                                
                                                        
                                        
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
Comments :0