দুর্নীতির আশঙ্কা জানিয়েছিলেন তিনি। তখন ছিলেন জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল। কিরু জলবিদ্যুৎ প্রকল্পের দুর্নীতির তদন্তে সেই সত্যপাল মালিকের অভিযোগ জানিয়ে চার্জশিট দাখিল করল সিবিআই।
মে-তে একটি ওয়েব পোর্টালকে দেওয়া সাষাৎকালে পহেলগামে সন্ত্রাসবাদী হামলার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কড়া সমালোচনা করেন সত্যপাল মালিক।
জম্মু ও কাশ্মীরের রাজ্যপালের পদ থেকে সরে আসার পর মালিক এই প্রকল্প ঘিরে দুর্নীতির আশঙ্কা জানিয়েছিলেন। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে দু’টি প্রকল্পের পাইলে সই করার জন্য তাঁকে ৩০০ কোটি টাকা ঘুষের প্রস্তাব দেওয়া হয়েছিল। তার একটি জম্মু ও কাশ্মীরের কিরু জলবিদ্যুৎ প্রকল্পের।
প্রায় দশ বছর কেন্দ্রীয় শাসনেই ছিল জম্মু ও কাশ্মীর। কেন্দ্রের বিজেপি সরকারই অনুগামী সত্যপাল মালিককে রাজ্যপাল করে পাঠিয়েছিল।
মালিকের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংঘাত দেখা দেয় ২০১৯’র পুলওয়ামায় সন্ত্রাসবাদী হামলাকে কেন্দ্র করে। মালিক প্রশ্ন তোলেন কিভাবে জম্মু ও কাশ্মীরে কেন্দ্রীয় শাসন থাকা সত্ত্বেও ৩০০ কেজি আরডিএক্স বোঝাই গাড়ি রাস্তাব রাস্তায় ঘুরে বেড়াতে পেরেছিল। অভিযোগ করেন যে মোদী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল তাঁকে চুপ থাকতে বলেন।
২০২৪ থেকে কিরু জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে সিবিআই’র তৎপরতা বেড়েছে। ৮টি জায়গায় তল্লাশিও চলেছে। সত্যপাল মালিককে জিজ্ঞাসাবাদের মুখেও ফেলা হয়। ফলে মালিককে যে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে মোদী ঘিরছেন, বোঝাই যাচ্ছিল।
এই জলবিদ্যুৎ প্রকল্পের আর্থিক আয়তন প্রায় ২২০০ কোটি টাকা। তার বরাত দেওয়ার সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন উঠেছিল মালিকের সেই বক্তব্যের পর।
Satyapal Malik CBI
মোদীর সমালোচক কাশ্মীরের সেই প্রাক্তন রাজ্যপালের নামে চার্জশিট সিবিআই’র

×
Comments :0