All Party Meeting

কাল ফের সর্বদলীয় বৈঠক ডাকলেন মোদী

জাতীয়

২৫ এপ্রিল সর্বদলীয় বৈঠকের ছবি।

ফের সর্বদলীয় বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার সকাল ১১টায় হবে এই বৈঠক।
মঙ্গলবার গভীর রাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসবাদীদের ৯টি ঘাঁটিতে আক্রমণ করা হয়েছে বলে জানিয়েছে ভারত। 
বুধবার সকালে সাংবাদিক সম্মেলনে বিদেশ সচিব বিক্রম মিশ্রি বলেছেন কেবল সন্ত্রাসবাদীদের ঘাঁটিতেই হয়েছে আক্রমণ। ভারত কোনও প্ররোচনা তৈরি করেনি।  সন্ত্রাসবাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বারবার বলা হলেও কোনও ব্যবস্থা নেয়নি পাকিস্তান। পহেলগামের পর আরও হামলার পরিকল্পনা ছিল সন্ত্রাসবাদীদের। আত্মরক্ষার প্রয়োজন থেকে সামরিক পদক্ষেপ নিয়েছে ভারত।
এর আগে গত ২৫ এপ্রিল সর্বদলীয় বৈঠক হয় কেন্দ্রের ডাকে। ২২ এপ্রিল হয়েছিল পহেলগামে সন্ত্রাসবাদী হামলা। সেই সর্বদলীয় বৈঠকে যদিও প্রধানমন্ত্রী নিজে অংশ না নিয়ে বিহারে গিয়েছিলেন প্রচারে। বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিরাপত্তার গুরুতর ঘাটতি স্বীকার করেন। সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পক্ষে মত দেয় সব রাজনৈতিক দল। 
পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে সামরিক আঘাতের সম্পর্কে রাজনৈতিক দলগুলিকে তথ্য দেওয়া হবে বলে জানা গিয়েছে। সামরিক সংঘাত পরিস্থিতি কোন দিকে তা নিয়েও আলোচনা হতে পারে।

Comments :0

Login to leave a comment