Gujarat Vote Chori

৩০ হাজার ভুয়ো নাম, এবার গুজরাটে ভোটচুরির অভিযোগ কংগ্রেসের

জাতীয়

সাংবাদিক সম্মেলনে ‘ভোটচুরি’-র তথ্য দিচ্ছেন অমিত চাবড়া।

গুজরাটেও ব্যাপক ভোট কারচুপির অভিযোগ তুলল কংগ্রেস। শনিবার কংগ্রেস বলেছে ‘এক ব্যক্তি এক ভোট’ নীতি ভাঙা হয়েছে ভোটার তালিকাতেই। নবসারি লোকসভা কেন্দ্রে কারচুপির অভিযোগ তুলে তথ্য পেশ করেছেন প্রদেশ কংগ্রেসের সভাপতি অমিত চাবড়া। 
চাবড়া সাংবাদিক সম্মেলন করে বলেছেন, ভুয়ো ভোটারের নাম ভরে রয়েছে রাজ্যের ভোটার তালিকায়। সেই সঙ্গে রয়েছে এক ব্যক্তির বিভিন্ন বুথে নাম। 
উল্লেখ্য, নবসারি লোকসভা কেন্দ্রে জয়ী হন রাজ্য বিজেপি’র সভাপতি এবং কেন্দ্রীয় মন্ত্রী সিআর পাটিল। 
এর আগে কর্নাটকের বেঙ্গালুরু মধ্য কেন্দ্রে ভোট কারচুপির তথ্য হাজির করেন কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। যার জেরে সাংবাদিক সম্মেলন করতে হয় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে। তবে বাড়ির ঠিকানায় ভুয়ো এন্ট্রি থেকে এক ব্যক্তির বিভিন্ন কেন্দ্রের নামের ব্যাখ্যা দিতে পারেননি তিনি। বরং, রাহুল গান্ধীকে হলফনামা দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। রাহুল এখন বিহারে ভোটাধিকার যাত্রা করছেন। 
এদিন চাবড়া বলেন, নবসারি লোকসভার চোরিয়াসি বিধানসভা কেন্দ্রে বহু ভুয়ো ভোটার চিহ্নিত করা গিয়েছে। তিনি বলেন এই কেন্দ্রে মোট ভোটার ৬ লক্ষ ৯ হাজারের কিছু বেশি। তার মধ্যে ৪০ শতাংশ নামের পরীক্ষা করা গিয়েছে। তাতেই দেখা গিয়েছে ৩০ হাজার ভুয়ো ভোটারের নাম রয়েছে। 
চাবড়া বলেছেন, একজন ভোটারের নাম বিভিন্ন কেন্দ্রে পাোয়া গিয়েছে। নামের বানানে সামান্য এদিক-ওদিক করার কৌশল নেওয়া হয়েছে। বিভিন্ন জনের নামে একাধিক ভোটার আইডি পাওয়া গিয়েছে।

Comments :0

Login to leave a comment