বামফ্রন্ট সরকারের আমলে জেলার ব্যবসায়ী বিশেষত ফল ও সব্জী ব্যবসায়ীদের স্বার্থে মালদহ শহরের উপকণ্ঠে নিয়ন্ত্রিত বাজার চত্বরের সন্নিকটে গড়ে উঠেছিল প্যাক হাউস ও বহুমুখী কোল্ড ষ্টোরেজ। যার সুফল পেয়েছিল মালদহের মানুষ। কিন্তু রাজ্যে সরকার পরিবর্তনের পর এই দুটি প্রকল্প বন্ধ করে দিয়েছে রাজ্যের বর্তমান শাসক দল। ফলে চরম সমস্যায় পড়েছে ফল ব্যবসায়ী সহ সাধারণ মানুষ।
তবে এই প্যাক হাউস ও বহুমুখী কোল্ড ষ্টোরেজ বন্ধ হয়ে যাওয়ার ফলে ব্যবসায়ীদের পাশাপাশি সমস্যায় পড়েছে এখানে যে সমস্ত শ্রমিক কাজ করতো তারাও। ঐসব পরিবারগুলি কাজ হারিয়ে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন। অনেককে পরিবারকে ছেড়ে পরিবারকে বাঁচাতে ভিন্ন রাজ্যে কাজ করতে চলে যাচ্ছে। সিআইটিইউ নেতা অনুপম গুন ব্যবসায়ী, সাধারণ মানুষ ও শ্রমিকদের জন্য দ্রুত এই দুটি প্রকল্প চালুর দাবি জানিয়েছেন। তিনি বলেন, "বিগত প্রায় ১৪ বছরে রাজ্যের তৃণমূল সরকার বামফ্রন্ট সরকারের আমলে কৃষক, শ্রমিক ও ব্যবসায়ী সহ সাধারণ মানুষের স্বার্থে যেসব প্রকল্প তেরি করেছিল তা ধ্বংস করে দিচ্ছে। তাই বাংলাকে বাঁচাতে যে 'বাংলা বাঁচাও যাত্রা' শুধু হয়েছে কোচবিহার থেকে তা মঙ্গলবার মালদহের হরিশ্চন্দ্রপুরে এসে পৌছাবে। এবং বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার মালদহ জেলার বিভিন্ন ব্লক পরিক্রমা করবে। এই কর্মসূচি সফল করতে সর্বস্তরের বঞ্চিত মানুষকে অংশ নিতে আহ্বান জানাচ্ছি।"
Comments :0